Tuesday, December 8, 2015

Breaking Indian Mosques


remember remember the 6th of December 
religion, hatred and the plot
i see many a reason how folks who should be in prison 
with money democracy be bought

Monday, November 30, 2015

beliefs


i don't believe in rebirth but i want to smoke doob with faiz in afterlife 
i don't believe in patriotism but i think khudiram bose was a kickass person
i don't believe in religions but i want to be fleshly krishna to meerabai 
i don't believe in the sacred but last evening i paused yanking off for a few seconds as the first strains of azaan floated in
i don't believe in the profane but i think had ginsberg not yanked off to blake's poetry, he wouldn't have howled the way he did 
i believe in trains, i believe in trees - including those that feast on insects 
and i believe in humans - excluding those that feast on hatred 
and lastly, i don't believe in god but i think this poem is turning out so godawful that i must stop right here.

Saturday, November 14, 2015

রসিকের রসকেলি

আলোর কোলে সুর্য দোলে চাঁদের কোলে জল
ফুর্তিগাছের ফুলগুলি সব ইচ্ছেগাছের ফল
ইচ্ছেগাছের ফলগুলি সব মানুষ নামক পক্ষী
তাহার কথা ভাবছি নাগর অশ্রুসজল অক্ষি 
কাঁদতে কাঁদতে আঁধার হল বাদল হল খুব
রসের বসে রসিক নাগর রসসায়রে ডুব 
ডুবতে ডুবতে তলের খোঁজে আকুল হয়ে উঠি 
মৎস্যজন্ম চাপিয়া ধরে কীটজনমের টুঁটি 
চাপতে চাপতে কয়লা যতো সকল হবে হীরে 
সবাই যে যার চলছে পথে চাইছে না কেউ ফিরে 
সেই না দেখে যেই চিনেছি মায়ায় বাঁধা কল
রসের টানে ওম্নি ছুটি সটান রসাতল 
রসাতলের বেবাক মজা নাচছে রাজারাণী 
বাদলা যদি নাই বা হল চাতক পাবে পানি
মৃগতৃষার তৃষ্ণা পেলে মৃগের পানে ধায় 
তিনশো তারা নাচতে থাকে রসের আঙিনায় 
রসের সাধক রসিক নাগর ভাটির টানে বায় 
সুখের অগণ টুকরোগুলি একক হয়ে যায় 
একক মানে শূন্য বুঝে চিত্তহাতির বল 
আলোর কোলে সুর্য দোলায়, চাঁদের কোলে জল। 





Tuesday, November 10, 2015

the fall of evening


mind's iron, mind's gold 
mind's market, hearts unsold 
and then like silence evening fell 
down the bottom of a wishing well

Friday, November 6, 2015

হাসিখুশি হাইকু


আমাদের হাসিখুশি 
ইস্কুলে, জানো, 
কাঁকড়াবিছে, একদা,

Friday, October 30, 2015

karuna-haiku


clouds of karuna:-
countless rubicons, uncrossed,
the rest hanged by clocks

Thursday, October 22, 2015

the burners

some things burn better than other things
little children, for example,
burn the best when big people need votes
easy to procure and burn, soft skin, soft tissues
freshly roasted babies in the morning
smell like victory for many
and the rest look away, cover their noses
and walk past
to see beautiful sunsets, smell beautiful roses,
read a poem by Tagore, contemplate jazz,
roll a joint,
make love, etc.

point being, if you wanna make it big in politics
and life,
burn a few urchins here & there,
and, preferably, from an inferior race
grab hold of their necks or legs
and drag them out like measly, squealing rats
give them a strong shake or two,
douse them in gasoline
(this is recession time, you might have to make do with kerosene,)
run a noose around their neck – nylon would do
and string them high, so high that the sun and the moon may feel ashamed
and the people feel frightened enough to kneel before you,


and then, once you set them on fire
hear how their skin burns, fat melts, eyes blast out of skulls,
shit blasts out of guts
bones cringe around circles of flame – and soon,
you shall see them turning into flags of your victory
declaring your might before the world, before time & history
and if history sticks to you the way it has across the past five thousand years
you will turn into a god in another five – a slayer of mighty, filthy demons


so, get to it asap
find a few kids – the tinier the better,
check out if they belong to an inferior race
check out if their folks can’t feed them square
and once these essential conditions are satisfied,
go ahead,
feel free
burn them
skin them
hang them
quarter them
chop them to tinier bits –
all depending on your tastes and penchants
and soon, you shall turn into a hero, a leader of the masses,
and all world shall yours be.

Monday, October 19, 2015

Kavishekharacharya Jyotirishwar translation

the first billow is named – ‘description of the city’
the second billow is named – ‘description of the heroine
the third billow is named – ‘description of the house’
the fourth billow is named – ‘description of the seasons’
the fifth billow is named – ‘description of death’
the sixth billow is named – ‘description of the jokers and all’
the seventh billow is named – ‘description of the charnel-ground’

Kaal-Chakra

সহসা ঘট উলটে গ্যালো ইতিহাস-বিপরিতে
কালচক্র ঘুরুক যদি উলটোপথে
ব্যাতিহার নদীসব, ব্যাথাহর নদসব
হিরণা সমঝ-বুঝ আপনা মাংসে ক্যাম্পহারা
হয়তো ছন্দ মিলল বেছন্দে -
দুইয়ে মিলে ঘটমান শূন্যতা
বর্ণ মিলল বিবর্ণে - অথবা ময়ুরভঞ্জে
ফিরে গ্যালো জগন্নাথ, কেষ্টঠাকুরের
আদিবাসীদের হাতে শহীদ হওয়ার গল্পগাছা
লেখা হল না।
হয়তো দূর্গা, ভীমসেন, রবিনটাগোর আর খাদানমালিক
একত্রে রাঙালো না রাঙামাটি, উদাসে ভরল না তালসারি, শালসারি ও রামকিঙ্কর
কিম্বা একত্রে ভূমকালে শুনলো পাঞ্জু শাহর গান
অথবা, ধর্মপাল ও কৈবর্ত-ভীম একত্রে রুধলো
রুধিরধার শান্তশ্রী প্রতিরোধে -
অথবা ত্রিপুরার গুহাকন্দরে শঙ্করকে
ছিলিম জ্বালাতে জ্বালাতে নীরব সান্ধ্যবোধি দিলো ডোম্বীপা
অথবা রেবতী বর্মণের কুঠকলঙ্ক আঙুলে চুমু খাওয়ার বেয়াড়া ইচ্ছেগুলো চাগিয়ে উঠলো না।
অথবা ইতিহাস আর ভুগোলের ক্লাসে বয়োঃসন্ধ্যিতে অধম মাতোয়ারা
অথবা নবীন জিন্দালের বাপকে বেহেড চাবকাচ্ছে কমরেড আজাদের বাপ
কালচক্র স্পেসশীপে নদনদী গুবলেট,
চৈতন্নের কুঠুরিতে বোরোসাপ ও রজ্জু
ভিন্ন মিথষ্ক্রিয়া, অভিন্ন অনহদ, প্রজ্ঞাত্তীর্ণ, অর্থাৎ একক,
অর্ধনারীশ্বর। খাপেখাপ।

Sunday, October 4, 2015

you're so pretty

you're so pretty that thinking of you makes eyes water
you're so pretty that i stay up all night and look at stars
the city-sky is sad, there are not many stars up there
but you're so pretty that i can make-believe-see the entire milky way! 
and you're so pretty that people forget to fight and make love all day and all night
and flowers keep blooming everywhere all day and all night
and some flowers turn into clarinets and some into harpsichords
and make music of love all day and all night -
everyone gets a fix that way!

Thursday, October 1, 2015

নরেন্দ্রকাব্য

নরেন তুমি মাছ ঢাকিবার শাক 
তুমি পদ্মফুলের পাঁক 
নরেন তুমি ফরেনতেলে ভাজা
তুমি আদ্যপান্ত খাজা 
নরেন তুমি ভুনার ভিতর চোনা 

তুমি নষ্ট চারাপোনা


নরেন তুমি বেসেছো ভালো, কভু?
(যেমন ধরো বেসেছিলেন নিতাই মহাপ্রভু) 
নরেন তুমি সবিতাভাবী পড়ো? 
(তেম্নি তেজেই, যেম্নি তেজে দেশদ্রোহী ধর?)


নরেন তুমি দারুণ জিজীবিষু 
তুমি ই-কোলাই-এর হিশু
নরেন তুমি রক্তখেকো ঘোর
এবং জমিচোর 
নরেন তোমার হৃদয় কেন নাই?
তুমি জল্লাদের জামাই


নরেন তুমি পেয়েছো কভু প্রেম? 
(না পেলেও চিন্তা নেই, নচিগুরু কয়েছেন - 'ইটস এ গেম')
নরেন, তোমার চেয়ে নচিকেতাও ভালো 
(তোমার চেয়ে বেজায় ভালো গঙ্গাধরের বালও)


নরেন তোমার উদর কিছু স্ফীত 
লালকৃষ্ণ তোমায় বুঝি দিতো? 
নরেন তোমার অর্ধপক্ক্ব কেশ 
তুমি সন্দীপের ফেলুদা, তুমি অঞ্জনের ব্যোমকেশ 
নরেন তোমার হনুমানের দল,
তাদের সবার বুঝি জননাঙ্গ বিকল?


নরেন তুমি তৃতীয় অবতার
তুমি রাসায়নিক সার 
নরেন তুমি হিংসা ভালোবাসো 
তুমি শিশুমৃত্যুতে হাসো
তোমায় নিয়ে স্বপ্ন আছে আমার - 
টিপু সুলতান টিপিয়া দিচ্ছে তোমার ...

Thursday, September 24, 2015

Zombie

Pishach, in my right hand i hold a sword
in my left, your Paishach world
Your ghosts are mine,
Your children are mine,
And just, in a dim night, a hut burning by a river,
Foxes barking by Bhula-Masan-marshes – with marshlights
of Maya, of the mist, and of all zero-sum history –
Voices lost in mirages,
in sad fortresses, broken,
like people are broken by guns and tanks,
broken like this while,
sad like this shadow of yours i drag
and this shadow of mine you drag
Pishach, take me where your corpses burn
that i may burn with the corpse of the world,
with the corpses of all sad deaths of the world.

Sunday, September 13, 2015

Macaulay & Shantideva:


M: it's gray
S: gray is lucid
M: it's a complex framework
S: made of simple stuff

Thursday, September 10, 2015

king comes king goes

translated 'Raja Ashey Jaaye' (King Comes & Goes) - iconic Bangla poem by Birendra Chattopadhyay (1920-1985), not to be confused with early Communist revolutionary Virendranath Chattopadhyay (1880-1937).


king comes
king goes
king changes
blue robes
red robes
this king comes
that king goes
colours change
days don't

that naked kid dreams to gulp the world down
fights with dogs for rice
shall keep fighting
fire lit in belly
burning
shall burn

kings come and go
dresses change colours
masks change faces
that crazy guy from tagore's books
claps
from this street to that
sings and dances:
'everything's false
everything's a lie'

motherland
sees all
is blind
knows all
is deaf
your naked child
is that crazy guy
snatches rice from dogs
claps at starving dogs
they don't change
you won't change

dresses change colours
dresses change styles

moon-ferrari

all over your pit of sky
where we live where we die
where we laugh where we cry
moon-ferrari wheezes by
moon-ferrari wheezes by!

Monday, August 31, 2015

"এনকাউণ্টার"


স্বরণাভ নদী থেকে রাজপথ হয়ে ধূসরের দিকে
ছোটো হতে হতে নেই হয়ে যায় তোমাদের সুন্দর গড়ন,
আদল, 
অবয়ব;
নেই-চোখে মাখা কোনো মুনিয়ার কুয়াশার মোহ - তাহার ভিতর ঘর
ঘরের ভিতর ঘর, নির্লিপ্তে নির্গ্রন্থ পাষাণ-মানুষ-ছায়াপথ-তিনটে শিশুর লাস,
তেপান্তরের পথে ফেলে চলা, সরে সরে আসা সারিগান, কিমেরা-কায়াভ,
'আমি দেব না এইসব' না ভেবেই হারিয়ে হারিয়ে চলা মাটি-গান-অনহদ -
প্রখর রৌদ্রে দগ্ধ হও তাই, লাফিয়ে পড় জলে, পাহাড়ের চুড়ো দিয়ে চুরমার করো অট্টালিকা, গাছেদের প্রস্বাস মেঘ হয় যায় টীলার মাথায় মাথায়, ঝোরা হয়ে নেমে আসে খরবুনো ছন্দে-বানামে-ধুশিরে - শরীরে শরীরে তাই আদিম রক্ত চুঁইয়ে পড়ে সতেজ লালিমা-মণ্ডিত - স্বর্ণাভ নদী ও প্রেতস্বর রাজপথে - সহসা ঝলসে ওঠে হেডলাইট! ফ্ল্যাশ! ভুটমেড়! পালাও পালাও তাই সরে সরে যাও সকল হারিয়ে, পাহাড় ডিঙিয়ে, পাতাল ঠেঙিয়ে, দাম্ভিক সহস্র মিনারের ইমানভুক শৃঙ্গে শৃঙ্গে - জোনাকি জ্বলবে না আর -
ন্যাংটো পেয়ারাগাছে তিনটে শিশুর লাশ
বুলেটের ফুঁটোমুখে জমে ওঠে সময়ের কৃষ্ণসার শোণিত -
রক্তের হিম সম্যদ্রে ভেসে উঠে জমে গেছে পেয়ারাবীচির দ্বীপ -
সেই দ্বীপে রাজকণ্যা থাকবে না আর তাই কোনোদিন
জোনাকি জ্বলবে না আর তাই কোনোদিন

ল্যাধপুরাণ

দীনদুনিয়ার হাজার মজা ঠাউর করে এসে
ল্যাধনদীটির ল্যাজটি জ্যানো ল্যাধসায়রেই মেশে
ল্যাধসায়রের সুদূর দ্বীপে ল্যাধকণ্যার ঠাঁই
তার ল্যাধেতেই বিভোর হয়ে ল্যাধপুকুরে নাই
ল্যাধপুকুরে পদ্ম ফোটে পদ্য ফোটে হৃদে
ল্যাধের চোটেই লেধতে থাকে ল্যাধের স্বীয় খিদে
সিন্ধবাদের বিন্দুনাদেও ল্যাধের বামাচার
কালের কোলে কেবল দোলে ল্যাধের সমাচার
দুলতে দুলতে ঝরতে থাকে ল্যাধের লোনা স্বেদ
ল্যাধের রাজা ল্যাধের ফকির মিলায় ভেদাভেদ
ল্যাধের নধর ভালুকদাদু ঘোঁৎঘোঁতিয়ে হাসে
চন্দ্র সুর্য্য ম্লান হয়ে যায় ল্যাধের ত্বেজের পাশে
ল্যাধের মাসি ল্যাধের পিসি ল্যাধের বিন্দাবন
মাগছি দুয়া এমনি ল্যাধেই কাটুক অনুক্ষণ

Tuesday, August 25, 2015

রসিক নাগরের হুহুঙ্কার!

বক্ষে হস্ত রাখি', রসিক নাগর
তরি'ছিনু দুখময় ভবসিন্ধু সাগর
হ্যানকালে কালভালে জাগিল কাঁচলি
দ্রোহরাগে চমকিল পিরীতি পাঁচালি 
তাতি উঠে' রাজবাড়ি তাতি' রাজমাতা
তাতি' উঠেছিলা যত চামচে ও হাতা
পিছাড়িত মধুদত্ত (যথা) সুরাভ সলিলে
গোলাপি কাঁচলি তথা কি কাণ্ড করিলে!
কাঁপি উঠে থরথরি বাবুকুল হায়
পুংস্তনি নদনাদে শ্যাম কুল যায়
মেরেছে কলসীর কানা, চোতে মারে বাণ
বোশেখ প্রভাতে আহা করে পুন্য স্নান
সুরার আসরে তা'রা হয় 'কমরেড'
পরদার পানে চাহি 'নীড টু গেট লেড'
হ্যানো লহি ছিলো তারা দিব্য সে কান্তে
গোলাপি কাঁচলি হানা, (আহা) আগে যদি জানতে!
বাবুকুল কুম্ভীর ছিল দুষ্ট আনন্দে
কুম্ভীরাশ্রু ঝরাত সে'জন দুষ্টমিষ্ট প্রবন্ধে
কাঁচলি হেরিয়া সে'ত হইলা সচকিত
কাস্ট্রোরূপি শান-ফোবিয়ায় হইলা মহাভীত
অতঃপর কি হইলে জানো যতেক শ্যামলাল
বাবাইদোদুল রসিক আমি, ছিঁড়তে আছি'

Saturday, August 22, 2015

existenশিয়াল haiku

looking outside blinds
I have never seen such calm
even before storms


Friday, August 14, 2015

edit-mayhem-flower



you call it lavender stuff, they call it poetry of the moon dancing madly across the skies.
it's also silly letters with beautiful pictures, keys to memory-trunks where they say there are shadows of climes behind stairwells, flutes that played on behind mist, et cetera and et cetera, images and imageries, bla bla and bla, things to hide behind, sleep and dream within, shapes to shift by.

Monday, August 10, 2015

because

war poem
is like the sun
you see the windmills,
you know they are real

love poem
is like the moon
you see the tides swelling
you burn a bit every night
you don't know if its ashes or gold

death poem
is like thirty and two tunnels
leading to the sky that is lonelier
than the emptiest hearts of the world
and your knowledge is then a stranger
and your ignorance the strangest

so one day war poem, love poem and death poem
went to the sea
to look at red crabs that crawl, tidebound
but the sea was a mirror
so they could not see the waves
but they saw a city on the other side
they heard trumpets in the sky
because the tunnels had opened up to windmills
and because the sun and the moon were inching
along sharp edges that lead to nowhere

they were still there when i saw them last
but someday they'll move on because everyone does.

Saturday, August 8, 2015

you are dead, motherfucker

you, the latest dead blogger from Bangladesh
are you number three or number four?
i've lost count
and we have lost interest 
because the same shit over and over again simply doesn't sell
except that it gives certain secularympics enthusiasts hailing from certain geographies certain reasons to smile
and i must end this with a smile
and i must begin this with a smile
and we must all smile
and you are dead, motherfucker, so you, too, must smile.

Saturday, July 25, 2015

fear lane

spotted owlet sits on its half-blue heart -
ghosts heave silence on time
one down city trying to speak through silts and phlegm

Sunday, July 12, 2015

for all these beautiful people

what we had wanted – silence, through the centuries of el dorado,
discreet charms of the bourgeoisie, saturnine –
but the streets are full of gold and blood
cities fill with lonely people – all we had yearned for become little tattoos
and dangle down the cheeks of forever – 
where bugles dream of rice and love,
soldiers dream dreams that rich people dream – of increments and royalty,
blue blood flowing like wine through blue glasses,


but if I get love I will break the blue glasses
I will pee on the blue wine
and stand by the banks of the Nile
and wave my wand made of freedom
and stand at the brink of all beginning and end
and wave my flag made of dreams
and maybe do a little jig or two on the sides with Rumpelstiltskin who loves me,
who feeds my soul.

Wednesday, July 8, 2015

each day

each day turns a bit
like senor che turning 
in the tombstones of revolution 

লুক ব্যাক ইন অ্যাংগার

সকালে বাম্পন্থী কেত্তন
দুপুরে ইউক্যালিপ্টাস পত্তন
বিকালে সস্তায় আদিবাসী মাগী তোলা 
সন্ধ্যায় সোনাঝুরি-তলে মহুয়া গেলা
অতঃপর গম্ভীর অমানিশা।

Monday, July 6, 2015

আত্মজীবনী প্রথম স্কন্দ




আগমপোঁথি, ইষ্টমালা
নাটুকে নাগর, ঝালাপালা
চর্যা-চারণ, বিসমা হৈ'
চতুর বায়স, যাচ্ছে কৈ?
কর্ণফুলি, বাজবে ডুলি
পুর্ণ হৈবা, ভিক্ষু ঝুলি
পূর্ণচন্দ্র, মাধুকরী
ডমরু বাজে, মাদলা মাতাল
চক্ষে চন্দ্র, চমকে চাতাল
মেঘমন্দ্র, অথই পাতাল
বদন ফাগে, বোধন জাগে
আগুনপাখি, সবার আগে
উড়নচাক্তি, সুপ্রভাতে
জিৎকুণ্ডে, ঘোর সাভাতে
মোহন অগ্নি মৃগদাবে
মৃগনাভী বক্ষ ভাবে
হৃৎকুটিরে, হৃদ লুটি রে
শরঋদ্ধ, বিদ্ধ দিঠি
শোণিতরঞ্জ খঞ্জনীটি
ঝঞ্ঝা-নীড়ে স্বপন ঘিরে
তুফান থামে শান্তি নামে
অচিনভূমে, নিবিড় নিঝুম
সান্ধ্যসোঁতে, নির্বাঁ নিগুণ
অরূপ আলোক, অরূপ আঁধার
অচিন বিথি, উজান বাদার
কালসিনেমা, একাখ তারা
একলা ধূসর, হৃদয়হারা
চলছে, বলছে, কর্ণ মলছে
চলচ্ছবি, আসমাঁ ধাবী
ইত্যবিধঃ ইত্যবিধঃ
হণ্য হণন, কাহ্ন-সীদো
অগ্ণিবারি, বিপ্লবাসূ
সুকের সারী নির্নিমিসু
মনের বনে, বনের কোণে,
সারিগানে, সম্মোহনে
হাপুস যাপন, দিবা-নিসু
হতচ্ছাড়া, পিপুফিসু

Sunday, July 5, 2015

sad poem

horses return home all evening
horses don't drink moonlight 
no creature drinks moonlight except in fairytales
fairytales are pictures of love and rain
in clouds trees houses roads etc 
but the roads are too harsh for the horses
the clouds too heavy
the houses won't let them stay anymore
the trees won't bear them anymore
the rivers are drying up fast
oceans, unlike those from pastiched aryan myths, 
churn toxin 
fairytales churn indifference 
faces in heart of vision stare stoic
faces in eyes of heartbeats turn pages with pictures of love and rain
horses turn into ghosts of horses, 
into shadows bounding through sands of time
into spaces between letters,
into silences between notes;

horses never die in fairytales
and dreams of love are never nightmares of lacklove out there.

Saturday, June 20, 2015

Read-reaction to a poem from Ratulda's Bawkkhopinjawr book

a musical conference on the musical confidence of textile experts –
experts shall be strongly vocal
they aren’t vocal enough about all the nice postures of sex;
but people, writhing around the bog-nail of time and life
they show – anger, pride, hurt urchins and hearts of urchins,
But then law-makers and their electoral assemblies,
and case administrators –
and all sorts of justice dudes from the Panopticon
They arrive on helicopters and lay down the terms of the heart and of the hurt diseases of dreams;
the urchin, in his dreams, sees peace simmering from a fairy tale unremembered, unlearnt

Wednesday, June 17, 2015

কালহুলো

পৃথিবীর সমস্ত রাত্রি এভাবেইই স্থিত হয়ে আসে
দিনে দুপুরে অরূপ অলখ আড়ম্বরে
পৃথিবীর বহু দিন এভাবেই ইতিহাস, ইকিড়মিকিড়
দু'র মাঝে ফুটিফাট দরজা, নকশী সিনেমাকাটা ডোরাহুলো
গুঁড়ি মেরে চলমান, বস্তুতঃ - কিমিত, ক্ষয়বাদী

Monday, June 15, 2015

ঝপ!

ধর্মের ষাঁড়গুলি বাতাসেই নড়ছে
বনবিড়ালের কথা বনে মনে পড়ছে
হনহন খরসন বাইসন চলছে
রাজপথে রক্তের মোমপরী জ্বলছে
তেলচিটে ডেকচিতে ছিঁটেফোঁটা হেঁচকি
ফোঁড়া কেটে খেয়ে নিন ন্যনতম ছেঁচকি
জননী জাবালা তাই জাবাল সত্যকাম
রাত্রির ছাদ ধরে থমথম তিন থাম
একটিতে আঁকা থাকে লৌহ মৃত্যুনাম
আরটিতে তারাদের মোহমায়া কামধাম
তিন নম্বরটিতে গম্ভীর ঘনশাম
কেউ চলে সিধা পথে কেউ চলে ডাঁয়েবাঁয়ে
নায়িকারা খ্যালা করে নায়কের বিছানায়
এহ্যানো পেট্রিয়ার্কি কজনা সইতে পায়
নিঘন ঠাট্টাইয়ার্কি রোদ্দুরে খালি গায়ে
বিকেলের রঙগুলো সব ঘেঁটে ঘ্যাঁঘাসুর
ধেইধেই ধুনমেখে গান ছোটে সুমধুর
ভীষ্মলোচন ক্রমে নিঃস্ববচন ভ্রমে
চামচিকা হেরি ঐ মরীচিকা মরুধামে
ছুটে যায় হায়হায় আগুনে পোকার মতো
প্রেমিকের বুক ভাঙে ফাগুনে বোকার মতো
লালফিতে নীলফিতে ছড়িয়ে ইতস্তত
খাপে খাপ সাপেদের লাফঝাঁপ যথাযথ
থমথম তিন থাম ভ্যাবাচ্যাকা থতমত
তারাদের শাহাদতে বেহিসেব হতাহত
এইবারে ঠারেঠারে আড়েআড়ে বুঝে নিন
লালবাতাসার থলে চুপিসারে গুঁজে দিন
ডাবলিনে গব্লিন রাতদিন দ্বিধাহীন
চাহিদায় আছিলায় ঝপ করে ড্রপসীন,
ঝপ!

shanti rides a green horse

shanti rides a green horse
and sets out for a place
where all the pieces fit in
and all the dots are joined
shanti rides a green horse
for the poet can never be happy
the painter can never be happy
the king can never be happy
shanti rides a green horse
there's calm light shining in the skies
and there's cold fire blazing in the skies -
another cold fire burns me,
burns my flying bronze horses
shanti rides a green horse
thirsting for place,
lost in misty dreams,
where love is silent and silence is love,
where time sings of memories, memories sing of time,
and all the dots are joined

Friday, June 12, 2015

get well soon, world

house by the sea
house by the hills
house in the winds
and in the windmills too!
house made of legs
of roads lightyears long
house made of dust,
of your unsung song
house made of love
of stardust ages old
of days of angry sweat
of nights long and cold
house by the river
in shipwreck islands far
house with endless doors -
ever aback, ajar.

Thursday, June 11, 2015

বিন্দু

যবে কমলে কুলিশে
লুটায়ে ধুলি সে
বিন্দু জাগিবে হৃদিনদে গো
তবে,
বহিবা নদী হোয়্যা
রহিবা বোধিমায়া
সিন্ধু দুতর মৃগদাবে গো

যবে নিরবে নিভৃতে
কাননে শোভিতে
করুণা পুষ্পে
স্ফুরিলা গগন সায়রে গো
তবে
লুটাও ফকিরা,
লুটাও শূন্যে
চকোরী জাগিলা, বহিলা রঙ্গিলা
ভইলা সকল উজাগর গো

যবে কমলে কুলিশে
চোরেতে পুলিশে
মুষিকা মার্জারী প্রেমালাপে গো
তবে, সিক্ত বালিশে
অশ্রু নালিশে
গাহিও গাহিও, সখী
এ বিলাপে গো

কেমনে স্ফুরিলা
কমলে কামিনী
নিঘন যামিনী
করপুটে হৃদি ধরি
ভরি প্রভাতী ভিখারী
ভিক্ষা ঝুলি এ,
প্রেমে অপ্রেমে এ'
নিরবধি গহন সজল এ পয়োধী গো...

Friday, June 5, 2015

just wanting you

wanting is - this crazy afternoon
meandering its way to that crazier evening
like a grand elephant, swaying its head
like the sad heavy heart of some ancient demon-lord -
wanting is that demon's shadow - heaving, throbbing -
as he weeps when nobody's around,
and even the shadow weeps

but you won't be knowing this
you have seen the beast rave and rove along the rugged ways of the world - angry, aimless, fatal;
you haven't seen it weep, you haven't
seen it wanting to weep into your hair, to bring the sun and the moon down with love so strong
that everything's freedom -
everything's a bright haze of blue -
wanting is the blue of your mind
and the twilight of mine

it never mattered when the moon rises -
except when it really does -
wanting is those horizons - gulped down by the hounds of mist
with a winelike dash of rain -
wanting is to breathe in, without expecting to breathe out - to live, to die, eternal - wanting to dream all dreams with you,
light all magic lanterns with you

Tuesday, May 26, 2015

it happened one day

so one day the Supreme Court met the Center
and they signed a Merger Agreement
the new Company thus formed was named the Supreme Center
and the first Commandment they thundered down from
their throne in a mound known as the Raisin Sized Gonads Hills
was as follows:
'all ye shall be the property of the state like ye always were'
the folks laughed dry like sad people do
and said - fuck yeah, do you think we haven't known this thus far?'
confused, the Supreme Center Co. Pvt. Ltd called a shareholders' meeting
and hauled up a shareholder named Mister Education System
the other shareholders accused him of having too many holes
and hung him upside down.'

i meant hanged.

Sunday, May 24, 2015

Nazrul Nazrul - A Birthday Tribute

it's your birthday today
the liberal 9 to 5-s will hold tame celebrations
throughout Calcutta, throughout Dhaka 
not everywhere, only in places where they stay
and make their sounds and eat their food
and sleep their sleeps
they won't see the blood of the fucked billions in their food
they won't hear the wild wails of the slaughtered billions in their nightmares
but i won't grudge all that today
it's your birthday and purple flowers have bloomed,
familiar birds had chirped all morning - and we all will live
because humans always do
Rebel poet, lover poet, may my heart be true.

Friday, May 22, 2015

Freaking Excitement for Do-Nambari Proximity!


morning window brings your story of love
morning window brings your picture of love
there's no forest around but morning window brings your evening mirror
all birds, all rivers, and all other borrowed phrases for this zero-coloured truth
it's all a mask, maya, but morning window is a song on a river, 
is a picture of an evening

প্রভাতী বাতায়ন

চিত্তহর বাতায়নে দেখি' যা'র মুখ
প্রাভাতে প্রভাতফেরী ভেতো উজবুক
চিত্তহর আয়নায় দেখি' সারি-শুক
বন্সথলীর দোদুললাসে শূন্য সর্বভূক