Sunday, June 9, 2019

কালান্তর

বঁড়শি নিলো,
মাছ ধরলো, 
আকুল গাঙে নাইলো না।।খই উড়লো,
কাঠ পুড়লো, 
ঠাঁ'য়ের ঠিকান' পাইলো না।।মেঘের বেগে,
বাতাস জেগে, 
আশমান তাও ছাইলো না।।


স্বভাব গ্যালো,
অভাব রো'লো, 
নিঃস্ব-ভাবে চাইলো না।।


ভাবের ভবে,
পীরিত রবে,
আশার আশয় যাইলো না।।