Thursday, October 1, 2015

নরেন্দ্রকাব্য

নরেন তুমি মাছ ঢাকিবার শাক 
তুমি পদ্মফুলের পাঁক 
নরেন তুমি ফরেনতেলে ভাজা
তুমি আদ্যপান্ত খাজা 
নরেন তুমি ভুনার ভিতর চোনা 

তুমি নষ্ট চারাপোনা


নরেন তুমি বেসেছো ভালো, কভু?
(যেমন ধরো বেসেছিলেন নিতাই মহাপ্রভু) 
নরেন তুমি সবিতাভাবী পড়ো? 
(তেম্নি তেজেই, যেম্নি তেজে দেশদ্রোহী ধর?)


নরেন তুমি দারুণ জিজীবিষু 
তুমি ই-কোলাই-এর হিশু
নরেন তুমি রক্তখেকো ঘোর
এবং জমিচোর 
নরেন তোমার হৃদয় কেন নাই?
তুমি জল্লাদের জামাই


নরেন তুমি পেয়েছো কভু প্রেম? 
(না পেলেও চিন্তা নেই, নচিগুরু কয়েছেন - 'ইটস এ গেম')
নরেন, তোমার চেয়ে নচিকেতাও ভালো 
(তোমার চেয়ে বেজায় ভালো গঙ্গাধরের বালও)


নরেন তোমার উদর কিছু স্ফীত 
লালকৃষ্ণ তোমায় বুঝি দিতো? 
নরেন তোমার অর্ধপক্ক্ব কেশ 
তুমি সন্দীপের ফেলুদা, তুমি অঞ্জনের ব্যোমকেশ 
নরেন তোমার হনুমানের দল,
তাদের সবার বুঝি জননাঙ্গ বিকল?


নরেন তুমি তৃতীয় অবতার
তুমি রাসায়নিক সার 
নরেন তুমি হিংসা ভালোবাসো 
তুমি শিশুমৃত্যুতে হাসো
তোমায় নিয়ে স্বপ্ন আছে আমার - 
টিপু সুলতান টিপিয়া দিচ্ছে তোমার ...

No comments: