Tuesday, August 25, 2015

রসিক নাগরের হুহুঙ্কার!

বক্ষে হস্ত রাখি', রসিক নাগর
তরি'ছিনু দুখময় ভবসিন্ধু সাগর
হ্যানকালে কালভালে জাগিল কাঁচলি
দ্রোহরাগে চমকিল পিরীতি পাঁচালি 
তাতি উঠে' রাজবাড়ি তাতি' রাজমাতা
তাতি' উঠেছিলা যত চামচে ও হাতা
পিছাড়িত মধুদত্ত (যথা) সুরাভ সলিলে
গোলাপি কাঁচলি তথা কি কাণ্ড করিলে!
কাঁপি উঠে থরথরি বাবুকুল হায়
পুংস্তনি নদনাদে শ্যাম কুল যায়
মেরেছে কলসীর কানা, চোতে মারে বাণ
বোশেখ প্রভাতে আহা করে পুন্য স্নান
সুরার আসরে তা'রা হয় 'কমরেড'
পরদার পানে চাহি 'নীড টু গেট লেড'
হ্যানো লহি ছিলো তারা দিব্য সে কান্তে
গোলাপি কাঁচলি হানা, (আহা) আগে যদি জানতে!
বাবুকুল কুম্ভীর ছিল দুষ্ট আনন্দে
কুম্ভীরাশ্রু ঝরাত সে'জন দুষ্টমিষ্ট প্রবন্ধে
কাঁচলি হেরিয়া সে'ত হইলা সচকিত
কাস্ট্রোরূপি শান-ফোবিয়ায় হইলা মহাভীত
অতঃপর কি হইলে জানো যতেক শ্যামলাল
বাবাইদোদুল রসিক আমি, ছিঁড়তে আছি'

No comments: