Monday, June 15, 2015

ঝপ!

ধর্মের ষাঁড়গুলি বাতাসেই নড়ছে
বনবিড়ালের কথা বনে মনে পড়ছে
হনহন খরসন বাইসন চলছে
রাজপথে রক্তের মোমপরী জ্বলছে
তেলচিটে ডেকচিতে ছিঁটেফোঁটা হেঁচকি
ফোঁড়া কেটে খেয়ে নিন ন্যনতম ছেঁচকি
জননী জাবালা তাই জাবাল সত্যকাম
রাত্রির ছাদ ধরে থমথম তিন থাম
একটিতে আঁকা থাকে লৌহ মৃত্যুনাম
আরটিতে তারাদের মোহমায়া কামধাম
তিন নম্বরটিতে গম্ভীর ঘনশাম
কেউ চলে সিধা পথে কেউ চলে ডাঁয়েবাঁয়ে
নায়িকারা খ্যালা করে নায়কের বিছানায়
এহ্যানো পেট্রিয়ার্কি কজনা সইতে পায়
নিঘন ঠাট্টাইয়ার্কি রোদ্দুরে খালি গায়ে
বিকেলের রঙগুলো সব ঘেঁটে ঘ্যাঁঘাসুর
ধেইধেই ধুনমেখে গান ছোটে সুমধুর
ভীষ্মলোচন ক্রমে নিঃস্ববচন ভ্রমে
চামচিকা হেরি ঐ মরীচিকা মরুধামে
ছুটে যায় হায়হায় আগুনে পোকার মতো
প্রেমিকের বুক ভাঙে ফাগুনে বোকার মতো
লালফিতে নীলফিতে ছড়িয়ে ইতস্তত
খাপে খাপ সাপেদের লাফঝাঁপ যথাযথ
থমথম তিন থাম ভ্যাবাচ্যাকা থতমত
তারাদের শাহাদতে বেহিসেব হতাহত
এইবারে ঠারেঠারে আড়েআড়ে বুঝে নিন
লালবাতাসার থলে চুপিসারে গুঁজে দিন
ডাবলিনে গব্লিন রাতদিন দ্বিধাহীন
চাহিদায় আছিলায় ঝপ করে ড্রপসীন,
ঝপ!

No comments: