Wednesday, November 29, 2017

নির্গ্রন্থ

এখন পরিস্থিতি কিছুটা অন্যরকম। শীতের শস্য গোলায় উঠেছে, বাদামী ক্ষেত, মাঠ
এই ধরণের সময়গুলোতেই আমরা ধূসর খামারবাড়ি, ত্যক্ত দালানবাড়ি, ধূলোট আরামকেদারা, থমকে থমথম গ্র্যাণ্ডফাদার ঘড়িদের অ্যাডজেক্টিভ-অন্বয় মৌতাতে ভাবি, এখানে সব শান্ত, স্থির -
বহুদূর হেঁটে বিরাট নির্বান্ধব কোনো বনস্পতির কাছে চলে যাওয়ার মতো।

হাঁটা প্রয়োজনীয়। সন ২০১৪র ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কাশ্মীর উপত্যকায় দেখা হয়েছিলো যে যুবকের সাথে, তার পুরুষাঙ্গ ভারতীয় সেনাবাহিনীর কেউ কর্তন করেছিলো, 
সেই থেকে,
সেও অবিরাম হেঁটে চলেছে চিনারবনে।

মানুষে সমষ্টিগতভাবে হতেই পারতো বনস্পতিদের চেয়ে সৌভাগ্যবান।
তারা বলতেই পারতো একে অপরকে –
“আমরা সবাই একা”,
“আমরা সবাই ঠিক এভাবেই ভালোবেসেছি বা বেসেছিলাম”, ইত্যাদি;
অথচ,
জানলা বন্ধ হয়ে গ্যালো।
দরজা বন্ধ হয়ে গ্যালো।

এখন সময় গম্ভীর হয়ে আসছে। সন্ধ্যের সোনার থালা পূর্ণচন্দ্র মাঝরাত হতে না হতে
কানা ডাইনীর টকটকে লাল চোখ। বাইরের অনন্ত ব্যপ্তি ভিতর ধরে না সহজে।
রূপ ধরে না অরূপ। বন্দরে ছিমছাম ঘুমোচ্ছে কয়েকটা বুড়োটে জাহাজ,
আস্তাবলে কয়েকটা ঘোড়া।

অথচ, চলমান আমাদের মধ্যে
আমাদের চলমান ছায়াদের মধ্যে,
যারা দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে, ঝুঁকে পড়ছে
ইউনিভার্সের কার্ণিশ, পোর্টিকো, ব্যলকনি ধরে, যারা রাজবাড়ি যাবে না,
ভুঁড়িভোজ খাবে না,
মধ্যযুগীয় কোনো জলদস্যুর খুলি থেকে খুলে নেবে না এক-আধটা সোনার দাঁত
তাদের দিকে রাইফেল তাক করে আছো যারা, প্রিয় স্নাইপারবৃন্দ, -

তোমাদের চোখে পাতা পড়ে না
তোমাদের অগণন উত্তরাধিকার, অথচ,
জেনে রেখো,
তোমাদের জন্য,
কেউ কেউ কিন্তু পাথর জমিয়ে রাখছে ঠিক
তারাদের নাম রাখছে পাথরদের নামে,
পাথরদের নাম রাখছে তারাদের নামে। আকাশের নাম রাখছে – সময়।

Saturday, November 25, 2017

blank

thru jaded witches' sabbaths
thru hills far away
stones & dices roll
fields of gold sway

days drip greed
nights strewn aghast
ghosts haunt magic
monsters hunt pasts

cities lonely yellow
hamlets pale in pain
rivers rest awhile
to flow on with the rain

rain gets thirsty
forests fade far
houses scorch earth
doors ever ajar

winds carry tales
with stars and the moon
the moon gets it silver
crazy roads swoon

some roads are the highways
some run through mists
some through expectations
some through dead-end wrists

when fires burn or don't
where the breezes blow
you know how it is
you know what you know

you ask mirrors to belong
you look for dreams in eyes
your fathers sail along
your mothers are the skies

you look for eyes in trees
your flagposts in the clouds
ancient tunes teach some love
you learn from sunset cows. 








Tuesday, November 7, 2017

তুত্তারে স্বাহা


তুত্তারে স্বাহা...
হরিণের দুইটা চোখ
একটা সবুজ তারা
একটা শ্বেত তারা
এইবারে কোনটা খাবে, 
বিচার কোরো, প্রজ্ঞা, 
আচার কোরো, পারমিতা
তুত্তারে স্বাহা...

the room of love


in the room of love a hunter weeps
maybe, the sun has set
but the shadows won't talk about it
the shadows won't talk about anything at all
the hunter knows nothing of this silence
the hunter seeks laughter that never is,
never was,
shall never be.
let us kill the hunter tonight
let the deer have his meat tonight.

Thursday, November 2, 2017

a story about us & them

shorn, bereft of all rain and earth
like waters under bridges we pass,
our hearts pass – ever searching for the glint
that never was, ever in the sea, dinghies in storm,
bitten, by the vipers of conquest,
eaten by emptiness –
ghosts of our dead selves – winds and sails –
they, who won, who reached – took our salts
and crafted telltale tales of the magic that once
was yours and mine.  us, who became hallways
where specters of children
who turned into pictures loom – turned pages,
wept a bit. flickered a bit. killed monsters.
and fell to silence –
for a while and ever.

was there ever a chestnut tree?
did the breeze ever send shivers down its ancient, leafy soul?