আলোর কোলে সুর্য দোলে চাঁদের কোলে জল
ফুর্তিগাছের ফুলগুলি সব ইচ্ছেগাছের ফল
ইচ্ছেগাছের ফলগুলি সব মানুষ নামক পক্ষী
তাহার কথা ভাবছি নাগর অশ্রুসজল অক্ষি
কাঁদতে কাঁদতে আঁধার হল বাদল হল খুব
রসের বসে রসিক নাগর রসসায়রে ডুব
ডুবতে ডুবতে তলের খোঁজে আকুল হয়ে উঠি
মৎস্যজন্ম চাপিয়া ধরে কীটজনমের টুঁটি
চাপতে চাপতে কয়লা যতো সকল হবে হীরে
সবাই যে যার চলছে পথে চাইছে না কেউ ফিরে
সেই না দেখে যেই চিনেছি মায়ায় বাঁধা কল
রসের টানে ওম্নি ছুটি সটান রসাতল
রসাতলের বেবাক মজা নাচছে রাজারাণী
বাদলা যদি নাই বা হল চাতক পাবে পানি
মৃগতৃষার তৃষ্ণা পেলে মৃগের পানে ধায়
তিনশো তারা নাচতে থাকে রসের আঙিনায়
রসের সাধক রসিক নাগর ভাটির টানে বায়
সুখের অগণ টুকরোগুলি একক হয়ে যায়
একক মানে শূন্য বুঝে চিত্তহাতির বল
আলোর কোলে সুর্য দোলায়, চাঁদের কোলে জল।
No comments:
Post a Comment