স্বরণাভ নদী থেকে রাজপথ হয়ে ধূসরের দিকে
ছোটো হতে হতে নেই হয়ে যায় তোমাদের সুন্দর গড়ন,
আদল,
অবয়ব;
নেই-চোখে মাখা কোনো মুনিয়ার কুয়াশার মোহ - তাহার ভিতর ঘর
ঘরের ভিতর ঘর, নির্লিপ্তে নির্গ্রন্থ পাষাণ-মানুষ-ছায়াপথ-তিনটে শিশুর লাস,
তেপান্তরের পথে ফেলে চলা, সরে সরে আসা সারিগান, কিমেরা-কায়াভ,
'আমি দেব না এইসব' না ভেবেই হারিয়ে হারিয়ে চলা মাটি-গান-অনহদ -
প্রখর রৌদ্রে দগ্ধ হও তাই, লাফিয়ে পড় জলে, পাহাড়ের চুড়ো দিয়ে চুরমার করো অট্টালিকা, গাছেদের প্রস্বাস মেঘ হয় যায় টীলার মাথায় মাথায়, ঝোরা হয়ে নেমে আসে খরবুনো ছন্দে-বানামে-ধুশিরে - শরীরে শরীরে তাই আদিম রক্ত চুঁইয়ে পড়ে সতেজ লালিমা-মণ্ডিত - স্বর্ণাভ নদী ও প্রেতস্বর রাজপথে - সহসা ঝলসে ওঠে হেডলাইট! ফ্ল্যাশ! ভুটমেড়! পালাও পালাও তাই সরে সরে যাও সকল হারিয়ে, পাহাড় ডিঙিয়ে, পাতাল ঠেঙিয়ে, দাম্ভিক সহস্র মিনারের ইমানভুক শৃঙ্গে শৃঙ্গে - জোনাকি জ্বলবে না আর -
ন্যাংটো পেয়ারাগাছে তিনটে শিশুর লাশ
বুলেটের ফুঁটোমুখে জমে ওঠে সময়ের কৃষ্ণসার শোণিত -
রক্তের হিম সম্যদ্রে ভেসে উঠে জমে গেছে পেয়ারাবীচির দ্বীপ -
সেই দ্বীপে রাজকণ্যা থাকবে না আর তাই কোনোদিন
জোনাকি জ্বলবে না আর তাই কোনোদিন
ছোটো হতে হতে নেই হয়ে যায় তোমাদের সুন্দর গড়ন,
আদল,
অবয়ব;
নেই-চোখে মাখা কোনো মুনিয়ার কুয়াশার মোহ - তাহার ভিতর ঘর
ঘরের ভিতর ঘর, নির্লিপ্তে নির্গ্রন্থ পাষাণ-মানুষ-ছায়াপথ-তিনটে শিশুর লাস,
তেপান্তরের পথে ফেলে চলা, সরে সরে আসা সারিগান, কিমেরা-কায়াভ,
'আমি দেব না এইসব' না ভেবেই হারিয়ে হারিয়ে চলা মাটি-গান-অনহদ -
প্রখর রৌদ্রে দগ্ধ হও তাই, লাফিয়ে পড় জলে, পাহাড়ের চুড়ো দিয়ে চুরমার করো অট্টালিকা, গাছেদের প্রস্বাস মেঘ হয় যায় টীলার মাথায় মাথায়, ঝোরা হয়ে নেমে আসে খরবুনো ছন্দে-বানামে-ধুশিরে - শরীরে শরীরে তাই আদিম রক্ত চুঁইয়ে পড়ে সতেজ লালিমা-মণ্ডিত - স্বর্ণাভ নদী ও প্রেতস্বর রাজপথে - সহসা ঝলসে ওঠে হেডলাইট! ফ্ল্যাশ! ভুটমেড়! পালাও পালাও তাই সরে সরে যাও সকল হারিয়ে, পাহাড় ডিঙিয়ে, পাতাল ঠেঙিয়ে, দাম্ভিক সহস্র মিনারের ইমানভুক শৃঙ্গে শৃঙ্গে - জোনাকি জ্বলবে না আর -
ন্যাংটো পেয়ারাগাছে তিনটে শিশুর লাশ
বুলেটের ফুঁটোমুখে জমে ওঠে সময়ের কৃষ্ণসার শোণিত -
রক্তের হিম সম্যদ্রে ভেসে উঠে জমে গেছে পেয়ারাবীচির দ্বীপ -
সেই দ্বীপে রাজকণ্যা থাকবে না আর তাই কোনোদিন
জোনাকি জ্বলবে না আর তাই কোনোদিন
No comments:
Post a Comment