Monday, July 6, 2015

আত্মজীবনী প্রথম স্কন্দ




আগমপোঁথি, ইষ্টমালা
নাটুকে নাগর, ঝালাপালা
চর্যা-চারণ, বিসমা হৈ'
চতুর বায়স, যাচ্ছে কৈ?
কর্ণফুলি, বাজবে ডুলি
পুর্ণ হৈবা, ভিক্ষু ঝুলি
পূর্ণচন্দ্র, মাধুকরী
ডমরু বাজে, মাদলা মাতাল
চক্ষে চন্দ্র, চমকে চাতাল
মেঘমন্দ্র, অথই পাতাল
বদন ফাগে, বোধন জাগে
আগুনপাখি, সবার আগে
উড়নচাক্তি, সুপ্রভাতে
জিৎকুণ্ডে, ঘোর সাভাতে
মোহন অগ্নি মৃগদাবে
মৃগনাভী বক্ষ ভাবে
হৃৎকুটিরে, হৃদ লুটি রে
শরঋদ্ধ, বিদ্ধ দিঠি
শোণিতরঞ্জ খঞ্জনীটি
ঝঞ্ঝা-নীড়ে স্বপন ঘিরে
তুফান থামে শান্তি নামে
অচিনভূমে, নিবিড় নিঝুম
সান্ধ্যসোঁতে, নির্বাঁ নিগুণ
অরূপ আলোক, অরূপ আঁধার
অচিন বিথি, উজান বাদার
কালসিনেমা, একাখ তারা
একলা ধূসর, হৃদয়হারা
চলছে, বলছে, কর্ণ মলছে
চলচ্ছবি, আসমাঁ ধাবী
ইত্যবিধঃ ইত্যবিধঃ
হণ্য হণন, কাহ্ন-সীদো
অগ্ণিবারি, বিপ্লবাসূ
সুকের সারী নির্নিমিসু
মনের বনে, বনের কোণে,
সারিগানে, সম্মোহনে
হাপুস যাপন, দিবা-নিসু
হতচ্ছাড়া, পিপুফিসু

No comments: