Monday, October 19, 2015

Kaal-Chakra

সহসা ঘট উলটে গ্যালো ইতিহাস-বিপরিতে
কালচক্র ঘুরুক যদি উলটোপথে
ব্যাতিহার নদীসব, ব্যাথাহর নদসব
হিরণা সমঝ-বুঝ আপনা মাংসে ক্যাম্পহারা
হয়তো ছন্দ মিলল বেছন্দে -
দুইয়ে মিলে ঘটমান শূন্যতা
বর্ণ মিলল বিবর্ণে - অথবা ময়ুরভঞ্জে
ফিরে গ্যালো জগন্নাথ, কেষ্টঠাকুরের
আদিবাসীদের হাতে শহীদ হওয়ার গল্পগাছা
লেখা হল না।
হয়তো দূর্গা, ভীমসেন, রবিনটাগোর আর খাদানমালিক
একত্রে রাঙালো না রাঙামাটি, উদাসে ভরল না তালসারি, শালসারি ও রামকিঙ্কর
কিম্বা একত্রে ভূমকালে শুনলো পাঞ্জু শাহর গান
অথবা, ধর্মপাল ও কৈবর্ত-ভীম একত্রে রুধলো
রুধিরধার শান্তশ্রী প্রতিরোধে -
অথবা ত্রিপুরার গুহাকন্দরে শঙ্করকে
ছিলিম জ্বালাতে জ্বালাতে নীরব সান্ধ্যবোধি দিলো ডোম্বীপা
অথবা রেবতী বর্মণের কুঠকলঙ্ক আঙুলে চুমু খাওয়ার বেয়াড়া ইচ্ছেগুলো চাগিয়ে উঠলো না।
অথবা ইতিহাস আর ভুগোলের ক্লাসে বয়োঃসন্ধ্যিতে অধম মাতোয়ারা
অথবা নবীন জিন্দালের বাপকে বেহেড চাবকাচ্ছে কমরেড আজাদের বাপ
কালচক্র স্পেসশীপে নদনদী গুবলেট,
চৈতন্নের কুঠুরিতে বোরোসাপ ও রজ্জু
ভিন্ন মিথষ্ক্রিয়া, অভিন্ন অনহদ, প্রজ্ঞাত্তীর্ণ, অর্থাৎ একক,
অর্ধনারীশ্বর। খাপেখাপ।

No comments: