Thursday, June 11, 2015

বিন্দু

যবে কমলে কুলিশে
লুটায়ে ধুলি সে
বিন্দু জাগিবে হৃদিনদে গো
তবে,
বহিবা নদী হোয়্যা
রহিবা বোধিমায়া
সিন্ধু দুতর মৃগদাবে গো

যবে নিরবে নিভৃতে
কাননে শোভিতে
করুণা পুষ্পে
স্ফুরিলা গগন সায়রে গো
তবে
লুটাও ফকিরা,
লুটাও শূন্যে
চকোরী জাগিলা, বহিলা রঙ্গিলা
ভইলা সকল উজাগর গো

যবে কমলে কুলিশে
চোরেতে পুলিশে
মুষিকা মার্জারী প্রেমালাপে গো
তবে, সিক্ত বালিশে
অশ্রু নালিশে
গাহিও গাহিও, সখী
এ বিলাপে গো

কেমনে স্ফুরিলা
কমলে কামিনী
নিঘন যামিনী
করপুটে হৃদি ধরি
ভরি প্রভাতী ভিখারী
ভিক্ষা ঝুলি এ,
প্রেমে অপ্রেমে এ'
নিরবধি গহন সজল এ পয়োধী গো...

No comments: