Monday, August 31, 2015

ল্যাধপুরাণ

দীনদুনিয়ার হাজার মজা ঠাউর করে এসে
ল্যাধনদীটির ল্যাজটি জ্যানো ল্যাধসায়রেই মেশে
ল্যাধসায়রের সুদূর দ্বীপে ল্যাধকণ্যার ঠাঁই
তার ল্যাধেতেই বিভোর হয়ে ল্যাধপুকুরে নাই
ল্যাধপুকুরে পদ্ম ফোটে পদ্য ফোটে হৃদে
ল্যাধের চোটেই লেধতে থাকে ল্যাধের স্বীয় খিদে
সিন্ধবাদের বিন্দুনাদেও ল্যাধের বামাচার
কালের কোলে কেবল দোলে ল্যাধের সমাচার
দুলতে দুলতে ঝরতে থাকে ল্যাধের লোনা স্বেদ
ল্যাধের রাজা ল্যাধের ফকির মিলায় ভেদাভেদ
ল্যাধের নধর ভালুকদাদু ঘোঁৎঘোঁতিয়ে হাসে
চন্দ্র সুর্য্য ম্লান হয়ে যায় ল্যাধের ত্বেজের পাশে
ল্যাধের মাসি ল্যাধের পিসি ল্যাধের বিন্দাবন
মাগছি দুয়া এমনি ল্যাধেই কাটুক অনুক্ষণ

No comments: