Sunday, December 29, 2013

ক্লীবায়ু

সুচেতনা শেষ যেটা পড়ে থাকে সেটা নারী কাঁটাতার
পৃথিবীর ডিমউইট মহাযুগে প্লাবনে পতনে ক্রমস্বর
সব গান শেষ হলে তাও নারী, উৎরোল
ফুল ফোটা শেষ হয়, সরে যাও অন্যত্র,
যে পাত্রে ভিক্ষাণ্ণ নেই তাও রাখো দূর সহজাত অতিরেকে
যে মনীষা অরণ্যময় রেখো করপুটে
যে অরণ্যে সঙ্গীত নেই তাতে খিদে ঢেলে দাও, বিষ ঢেলে দাও
সুচেতনা ক্রমাগত ফুটে চলো কবোষ্ণ ওষ্ঠাধরে, নিরাময়-নিকেতনে
আমাদের মনসিজ জ্বালাবে বধির আগুন উন্মেষে-উচ্চারণে
আমাদের কঙ্কালে নির্গ্রন্থ প্রত্নলেখ
এই বুঝি হৃদপদ্ম, সাজাও সযত্ন ভঙ্গিমায়,
তা-ও চিরসত্য, তা-ও অগাস্ত্য বুকে রাখি।


No comments: