পৃথিবী ক্রমে কমলা কিমিত কলামে
সারিসারি আয়নার মতো পরিচ্ছন্ন হতে হতে মিতালোক
হাতে পায়ে জড়িয়ে থাকে ডালপালা, থাকথাক
অথবা শিকড়ের ফাঁকে ফাঁকে আঁধারমণি,
বন্দ্যিত হাইকু-তনকা-রাজতনয়া
আয়ত মদিরার কাছাকাছি কিছুকাল,
কিছুকাল উদ্ভাস হেসে আলতো আড়ালে চলে
হানিবাল, ভিক্টর উগো ও আদিম প্রপিতামহ
শিক্ষায়তন তদ্দিন হেসেখেলে
কবোষ্ণ পায়রার নীচে বুক পাতে কোমলে সৌষ্ঠবে রৌদ্রচ্ছ্বল
জাগো, দেলগাদিনা
জাগো ইতিহাসি নারীদের আঁচলের ভাঁজে
আমাদের বিতরাগ জারণে-ধারণে ক্লীষ্ট প্রসূতিসদন
আমাদের লীলাময়ি বালুচর - অনিন্দ্য নিরাময়
কিমাশ্চর্য্য নির্বাক! জেগে দেখি
পরম আবিল ভোর, অথবা অস্তাচল
সমাগত হার্দিক সুষমায়।
No comments:
Post a Comment