ফিরে এসো পরাগ, বিষন্ন গোধূলিতে
আমি তোমার জন্য তিন ঠ্যাং কাটা মুর্ধণ্য
আমি তোমার জন্য খামারবাড়ি, অবিমিশ্র
বোধহয় হেমন্তকালে কিছু পাখি
নরম পেটের মাথা উথলে একদা
ভিজেছিলো যেরকম, অথবা মখমল মিকিমাউস -
পলাশের নন্দ্যনন্দিত লালিমা
ফিরে এসো নীলোফার,
জেটির শিকল ছিঁড়ে,
অথবা বাঁকানো ঈগল-ঠোঁটে হা-ক্লান্ত রীতিপ্রথা সমেত
ওরা তোমার জরায়ুতে কর্কষ স্বর
ওরা তোমার কঙ্কালে সিংহকেশর
আমার টেবিলে কিছু নির্দিষ্ট স্থানে - আখরোট, কিশমিশ, প্রভৃতি মহার্ঘ্য ফল দেখে
যে'মতে ঈষৎ উষ্মা প্রকাশ করেন রাজ-অধিরাজ -
প্রজ্ঞাপ্ত, একত্রিত অতএব!
No comments:
Post a Comment