ভৈরব
একনাগাড়ে হেঁচকি তুলে এক চুমুকে তরঙ্গময়
বিষকলসি সাফ করেছি ভেল্কিবাজির এক লহমায়
এক টানে ওই চাঁদের কাছেই মিশতে হবে আমবাগানে
শব্দ-মেশা স্বপ্ন নেশা বনতুলসীর নূতন গানে
ঝর্ণাজলে হোঁচট খেলে উদাস আকূল কৌতূহলে
খসছে তারা হৃদয়হারা জোছনা ব্যাকুল আকাশতলে
উৎসবে আর ঘূর্ণিঝড়েও মুহুর্মুহু তেষ্টা বাড়ে
হাতের মুঠোয়ে আলোর মালা থমকে থাকার চেষ্টা করে
যে নৌকো টা ভাসিয়েছিলে ভাসছে আজ-ও গহীন জলে
হঠাৎ ভীষণ কান্না পাবে এসব কথা বলতে হলে
কান্না পেলে-ই আকাশ ভরা তাক্ ধিনাধিন্ আলগা ছড়া
বন্যা এসে উঠবে হেসে কোন্ সীমাহীন মিথ্যে গড়া
চিতাবাঘের ওত পাতা চোখ পাতার আড়াল সত্যি ভেবে
এই চিতা হায় সেই চিতা নয় এই চিতাতে পুড়তে হবে
হঠাৎ করে কাঁপছে বুঝি উত্তুরে কোন কম্পাসেরই
কাঁটার ভিতর রুক্ষ পাথর নিরুত্তর সে দুখ্-বাঁশরি
সেই কিশোরীর হলুদ ফ্রকে ফুলের আগুন লালচে আভা
পাগল হয়ে স্রোতের মাথায়ে ফুটতে থাকে রক্তজবা
শিরার ভিতর রক্ত ফোটে নতুন ভোরেই জবাই কোরে
যা করছি তা লজ্জাজনক কিন্তু সেটা সবাই করে
হাঁড়িকাঠটা তৈরী আছে গিলোটিনেও কঠিন মাথা
ভীমরতি বা আত্মরতির হরেক প্রকার রীতিপ্রথা
কালকে রাতে একলা যেও দেওয়াল লিখন লিখতে হলে
কল্কে হাতে থাকব বসে রাখব মাথা নদীর কোলে
গেছো-ভূত আর বাদুড় মিলে একসাথে হয় স্কন্ধকাটা
বলতে পারো বাল বকছে হতচ্ছাড়া মাতাল ওটা
নদীর লাল সে রক্ত নয় রে! সূর্যডুবি আলতা ধুয়ে
উল্কি আঁকা ফুল্কি ছোটে উল্কা-শিখার হল্কা হয়ে
একটানা ফের ক্লান্তি আনে শূন্য-ধোয়া দুঃখহরণ
সবার শেষে শান্তি আনে পূণ্যতোয়া প্রেমোচ্চ্বারণ
অন্তমিলের আড়ম্বরে হেঁইয়া মারো হ্যাঁচকা টান
শঙ্খচিলের স্বয়ম্বরে ছুঁড়তে হবে মৃত্যুবাণ
আলগা ফিতে ছড়িয়ে দিতে লজ্জাবিহীন উলঙ্গতা
রাতদুপুরে আঁকড়ে ধরে শয্যাত্যাগী ঝুমকোলতা
শিকার চোখে পাথর বুকে চিবুকচাবুক জাগুক একা
ভয় কে যারা জয় করেছে আমার সাথে করুক দেখা
ছাই মেখে তাও বাঁচতে হলে বাছতে পারো এই শ্মশান
কলজে ঘিরে নৃত্যরতা হাতছানি বা লিঙ্গত্থান
সবিস্তারে রংবাহারি সেই প্রহরীর রাত্রি জাগা
ধুসর সে’সব রেলের গাড়ির একলা চলার আত্মশ্লাঘা
মৎস-খেকো বৎস তুমি বীভৎসতার উৎসমুখে
রক্ত-বমি-পুঁজ নিয়ে তাও রয়েছ দেখি দিব্যি সুখে
চিৎকারে আর শীৎকারে ফের রাত্রি জমে শিকড়মূলে
হিংসচোখা বন্য শ্বাপদ থমকে থাকে শিকার ভুলে
ছন্নছাড়া খণ্ডগুলো ছিটকে থাকুক ইতস্তত
অন্ধকারের মধ্যে আমি জ্বলব একাই আলোর মত
কুঁয়োর ভিতর গৃহস্থালি শুঁয়োপোকার পাকস্থলী
শুয়োরকাটা করাল খাঁড়ায় ন্যাংটা নাচেন জয় মা কালী!
মরচে পরা উদরস্ফীত মরছে যারা সবাই মৃত
ঢিশুম-ঢুশুম জবাকুসুম জবাবদিহির ক্ষমায় স্থিত
বারুদঠাসা মেঘের ভিতর হঠাৎ করে বাদুরঝোলা
ভাসান হলে আসিস নাহয় সাঙ্গ হবে সিঁদুরখেলা
ক্ষতস্থানের গর্তগুলোয় বিষ ঢেলেছি আগুনছেঁকা
পারিস যদি এসব ভুলে আমার সামনে দাঁড়িয়ে দেখা
No comments:
Post a Comment