এই এত রাতে আমার চৈতন্য পেয়েছে
পেয়েছে দেবদারু ম্যাগাজিন ও চৌদ্দ ভুতের নিসর্গ
চৌদ্দটা লোহার পেরেক আমার শরীরে যোগাসন পাতে
নির্বিকার, ক্যাটাকোম্বে তখন তারা খসছে
শ্রোডিঙারের বিড়াল পিছনের পা দিয়ে যখন কান চুলকায়
তখন তার পোঁদ একই সাথে দেখা যায় ও যায় না
আমি এখানেই উড়িয়ে দিতে পারি পৃথিবীর সবকটা ফ্যাণ্টম পাখি
থামিয়ে দিতে পারি পৃথিবীর সমস্ত গান অথবা যুদ্ধ
ভেঙে দিতে পারি নিত্যকর্মের সবকটা আড়কাঠি
কেন না যাদের জন্ম দিয়েছি ও যাদের খুন করেছি
তাদের সবার সাথে ল্যাঙটো হয়ে হাইওয়ে জুড়ে রক্তের রেখা
দেখতে দেখতে খুঁজে পেয়ে যাবো নির্গুণ বপনভূমি পুনরায়।
বাকিটা আসমানী বায়না - তিনটে নতুন কীট
একটা পুরাতন হ্যালোজেন, দশটা হারামি আঙুল
ইত্যবিধঃ
No comments:
Post a Comment