Tuesday, November 18, 2014

ভ্রমণ সঙ্গী

ভ্রমণ সঙ্গী
হাড়ের হিমে
ঠাণ্ডা হ্যাজাক
তিনটে জোনাক
হাট্টিমাটিম
অথই পথে

রাধারাণী
দরদ রেখো
রাত্রি রেখো
রুদ্ধ হৃদে
তামসযানে
রূপ ফিকিরি


মুগ্ধ নটি
মুগ্ধ নট
জলের ছায়া
আলোর মায়া
মাটির লাজে
অন্নপূর্ণা


তারার কাছে
কালের নাচে
আন্-পিশাচে
জীবকধ্বনি
আঁধারমণি
মরতে বাঁচে


মাছের চোখে
কাঁচের শোকে
মৃত্যুঘন
মারণধ্বনি
গুনের খনি
বাঁচতে মরা


তাহার উপর
বারুদঠাসা
আতুরঘরে
স্বপ্নপুরী
খুলির ভিতর
অরূপগাথা


নিবিড় পথে
পক্ষীরাজা
জলে স্থলে
আয়নাঝাঁপি
চাতক হলে
ডঙ্কা বাজা


তাহার ভিতর
তমালছায়ায়
কাজলকালো
গভীর আলো
আমায় দিলো
অনেক দিলো
সকল দিলো
সকল নিলো 

No comments: