Sunday, November 7, 2010

Harmaad! Harmaad!



হার্মাদ! হার্মাদ!

ওই ওই ধেয়ে আসে হার্মাদ! হার্মাদ!

জলোছলো উচ্ছ্বলে উজ্জ্বলা উন্মাদ!

আকাশে আকাশে লাল মেঘেদের প্রহরা

বেয়নেট সাঁজোয়ায় প্রতিরোধী মহড়া



মৃত্যুও ধেয়ে আসে বারুদের গন্ধে

ঝোড়ো হাওয়া ছুটে চলে বিপ্লবী ছন্দে

সে হাওয়ায় শুনে নাও নিশানের সংবাদ

আগুণে মশাল হাতে ধেয়ে আসে হার্মাদ!



পাহাড়িয়া ঢাল বেয়ে রক্তের ধারা

পাথর ঠিকরে উঠে পথ দিশেহারা!

ব্যথাগুলো জমেছিলো নিশ্বাসে ঘামে

সব ব্যথা এক হয়ে আজ পথে নামে



কঠিন কুঠার ওই ঝলসায় রাগে

বাঁধভাঙা বন্যায় দাবানল জাগে!

ব্যারিকেডে মুঠো হাতে তীব্র আঘাতে

রুখেছে হার্মাদ আজ ঝঞ্ঝার রাতে!



শ্মশানের চিতাকাঠে নাচে ভৈরব

কেঁপে ওঠে শত্রুর ঝুঠা বৈভব!

আছড়ে আছড়ে ওই ভীষণ ঝড়ে

কোটি কোটি হার্মাদ বাঁচে আর মরে!



শহীদের শবদেহে বিদ্রোহ জ্বেলে

ছুটে চলো হার্মাদ সে উজান ঠেলে!

স্পর্ধিত ভোর এনে রাত্রির শেষে

সাগর অশেষ হবে, মানুষে মানুষে...


No comments: