Friday, March 6, 2015

খুকি, তুমি কাঠবিড়ালী যাবে?


সেইখানে কেঠোভূত সোল্লাস, জ্যান্ত
পৃথিবীর কাঠবিড়ালী কি কেঠোভূতকে চিনতো?
কেঠোভূত ধুধুবালি, মেরুমরু মিলেমিশে
কাঠবিড়ালী আয়নার মত কোটর-প্রাসাদ
আমবাগানে বৃষ্টি হলে ঝড়ের হাওয়া দেবে
পৃথিবীর কেঠোভূত মোকাম খুঁজে তৃষ্ণ
পৃথিবীর কাঠবিড়ালী রাস্তা খুঁজে নেবে
ছোটে সব, পথ আছে,
তেষ্টা খুব, ঘর খুব কম
গ্যালাপাগোসের কচ্ছপটা বহুদিন খাঁচা জুড়ে ছিলো
পথ আলো ধুমধোঁয়া জীবক-হ্রীবক
এঁদোএঁদো খালেবিলে, বাঁশঝাড়ে আলেয়া
জোনাকি জ্বলেছে ধুম, হ্যাজাক নিভুনিভু
সেইখানে, মহুয়া-মহুয়া গন্ধ, বাতাস সহজ
আনখানে কি আছে আর যথেষ্ট সহজাত?
আনপথে কি আছে আর পর্যাপ্ত জিনি-জীবি?
সকলে ব্যস্ত বলে, বহুকিছু জটিল হলে
সহজ ঢেকে যায়, সমুদ্র চলে যায়
পাহাড় হামা দেয় সুর্যোদয়-সুর্যাস্ত-চন্দ্রোদয়-কথামালা
অঙ্গুলিমালা, কিরণবালা, জল তোলে
কলসী এখনো সোনার, কিছুটা ধুলোট
জটিল হিজিবিজিরা চোক পাকায় বলে কেঠোভূত চলে গ্যাছে,
কাঠবিড়ালী চলে গ্যাছে
ভাঙা কুলো জোড়া লাগে অথবা লাগে না
কিছু স্বর বহুদূর, বহুপথ চলে যায় ফিসফাস।

No comments: