Tuesday, September 9, 2014

জিয়নকাঠি বাঁদরলাঠি


ওহে বিনোদ রায় ধিরে যাও হে
কড়িকাঠ গণি গণি বগল বাজাও হে
টুনুটুনু বাজে বেনু শুনো মিঠাধুন
মজার কুটির চালে লাগে না আগুন
মুকুতাফলেতে চুমো যতনে ধীবর
ডুবু ডুবু মন চলো সুখের সায়র
গৃহে মায়া পথে মায়া মায়া জগোময়
ভাবিয়ে দ্যাখো নি মন কেহ কারো নয়
মরালমিথুন ভাসে রতিসুধারঙ্গে
দড়ি-কলসি ভাসো, কইন্যা, জলধিতরঙ্গে
শূন্যপানে নাহি চাহি না' গণি প্রহর
কেবলই মায়ায় ঘোঁতে নধর শুকর
মায়াপথ গেছে অই কুয়াশায়, হের
সব পাখি, সব নদী হাত ধরি' ফিরো
রূপের সায়রে ফুটে রূপের কমল
জগদ্দল নাম লহি ক্রন্দিতেছে বিমল
ক্রন্দনে রণিত তা'র কান্দিছে ক্রন্দসী
রাতনিশুতি বাঁশবাদাড়ে তারকা ভিনদেশী
ঠাহর করিও মিঞা সকল রসের সার
ল্যাজায় আগুন বহি জোনাক হৈছে ছার
সহালে অগ্নি সহে শরীর মহাশয়
গহীন গাঙে সুখের রসে ডুইব্যা মরা যায়
রূপের কমলপাত্রে জলবিন্দু জমে
মায়ালু কপোলতলে বহে কালক্রমে
কুসুমেতে এক হয় মন ও শরীর
সাতসাগরের অপার পারে নিভৃতি নিবিড়
জীবন নয়কো ছোটো, শোন রে নিতাই
তব একতারা ঝারি' লৈ' গাহিছি সদাই
সোনাকাঠি রূপাকাঠি কতো না কাঠি
করিবার তরে আহা জমে পরিপাটি
হাম্বারবে গোবৎস খোঁজে গোমাতার বাঁট
কালস্রোতে হারায়ে গ্যাছে নট এবং নাট
আনঝরে হঠাৎ-হাঁট বুকের দরজাপাট
চন্দ্রালোকে উথলে ওঠে নিভৃত কপাট
নদী আসি লহি যাইছে রূপাইসাজুর মাঠ
খেপীরে তুই বিড়বিড়াই যা যাদুযাপন পাঠ
তেরো নদীর ভেলকি পথে একলা চলে বালা
আরশিনগর ঝলমলাইবে ফুটলে চাঁদের থালা
রূপার থালায় অন্নপূর্ণা বসুন্ধরার ছোঁয়া
দূরবলাকায় খেলছে স্মিত কুয়াশা আর ধোঁয়া
পড়বেষি ঠাঁয় ব্যাঙের টোপর টালত মোর ঘর
আইছে তুফান সাতদরিয়ায়, করিসনেকো ডর।

No comments: