সে ছিলো সোনার দিন কমরেড কাকাবাবু ছিলেন মুজাফফর
প্রজার পাপের ফলে সুনীলের কলমেতে আরেক কাকাবাবু করিতে লাগিল ধরফরফর
তবু পাপ হইলো না ক্ষয়
সকলি বুঝিবা আজ হইতেছে হায় লয়
পাবদা-ইলিশ ত্যাজি বাঙ্গালি লাগি'ছে খাইতে দুধ ও সাবু
মওকা বুঝিয়া নামি'ছেন পথে পাগলু এম-পি খোকাবাবু
চারিদিকে হের লাগিয়াছে কি বিকট হুলুস্থল
বিষাক্ত রক্ত ছিটায়েছে গায়ে তৃণ ও তৃণের মূল
(ইদিকে) নিশ্চুপ সারে গেরুয়া ছড়াচ্ছে (যেমতি) বাঘের ঘরে ঘোঘ
(বুঝি) হোগলা ঝোপে ব্যাং ও হাতি করে বিকট যৌনসম্ভোগ
(ইতিমধ্যে) গুজরাট হ'তে ন্যানো কিনি'ছেন ব্যর্থ যে জন পার্থ
শঙ্কুমামা চোঙ্গা ফোঁকে লৈয়া কোন সে ভ্রষ্ট আচার্য্য-স্বার্থ
যত দিকে যত আছে বরাহনন্দন সকলেই দেখি কুটিল হাস্য চাপি' দিতেছে মিথ্যা বরাভয়
হায় রে সোনার দিন হায় রে বঙ্গদেশ আজি অলীক কুনাট্য রঙ্গে মজি' রয়।
প্রজার পাপের ফলে সুনীলের কলমেতে আরেক কাকাবাবু করিতে লাগিল ধরফরফর
তবু পাপ হইলো না ক্ষয়
সকলি বুঝিবা আজ হইতেছে হায় লয়
পাবদা-ইলিশ ত্যাজি বাঙ্গালি লাগি'ছে খাইতে দুধ ও সাবু
মওকা বুঝিয়া নামি'ছেন পথে পাগলু এম-পি খোকাবাবু
চারিদিকে হের লাগিয়াছে কি বিকট হুলুস্থল
বিষাক্ত রক্ত ছিটায়েছে গায়ে তৃণ ও তৃণের মূল
(ইদিকে) নিশ্চুপ সারে গেরুয়া ছড়াচ্ছে (যেমতি) বাঘের ঘরে ঘোঘ
(বুঝি) হোগলা ঝোপে ব্যাং ও হাতি করে বিকট যৌনসম্ভোগ
(ইতিমধ্যে) গুজরাট হ'তে ন্যানো কিনি'ছেন ব্যর্থ যে জন পার্থ
শঙ্কুমামা চোঙ্গা ফোঁকে লৈয়া কোন সে ভ্রষ্ট আচার্য্য-স্বার্থ
যত দিকে যত আছে বরাহনন্দন সকলেই দেখি কুটিল হাস্য চাপি' দিতেছে মিথ্যা বরাভয়
হায় রে সোনার দিন হায় রে বঙ্গদেশ আজি অলীক কুনাট্য রঙ্গে মজি' রয়।
No comments:
Post a Comment