Sunday, June 30, 2013

রসিকের মস্তিগাথা

 
সুধন্য এ’ মায়াপিঠে (হায়) নাদান চিরদাস আমি
কিছুবা প্রেম যে দিছে, তারে দি’ বারোমাস হামি
রসের কাঙাল হৈ’ রহি’ছি এ তটে
চারিধারে বারিধারে বরিষণ ঘটে
(সে) বরিষণে রসভরা হৈ’ উঠে মেদিনী
পিরীতির জাদুরাজ্যে পশে হ্যারি হুদিনি
জাদুকরে করজোড়ে জানাই প্রণাম
কি বা আশে পোহাইনু অজু রজনী হম
পিয়ামুখ চন্দা হের, ভাসি’ছে ও’ অনন্ত পারাবারে
তথাপি কত না জনা (হায়) রহে রসহীন কারাগারে
সীমাহীন প্রান্তরে ক্ষমাহীন নয়ানে
চাহি রহে Fellahin, পরাধীন Cheyenne
হাম্বারবে বিদারিছে গোধূলি গোমাতা
পায়স হস্তে ধীরপদে চলিলা সুজাতা
হারি’ গিয়া জিতি উঠে কত বাজিকর
ভাসানের গান শুনি ভাসে খড়ঘর
ঘোড়াগুলি ফিরি আসে, ফিরে না মহীন
চকোরী চাহিয়া রহে, নিঠুর, গহীন
নিতাই হের সরায়ে লহে বৃন্দাবনের মই-টা
অলীক তবু টানিয়া চলে নাইয়া আপন বৈঠা
গৌরাঙ্গ রসানন্দে ধাহে নীলাচলে
রসময় ধরণীতে (আহা) কত লীলা চলে
হৃদিহ্রদে ছুটি চলে কত না তরঙ্গ
মাধুরী কাননে ধাহে মায়ালু কুরঙ্গ
কৃষ্ণপদে বিহঙ্গ হেরী বিন্ধে ব্যাধ হায়রে
মধু ফেলি মূঢ়জন কত ল্যাধ খায় রে
নিঠুর কত না জনা রক্তগাঙুড় ছুটায় রে
মত্ত হিংসাভারে হায় সোনার গৌড় লুটায় রে
কুহরি উঠিলা পিক, কাকলিলা পাপিয়া খঞ্জনা
আয়াসে বায়স দিলা “নেভার্মোর” গঞ্জনা
তথাপি যে জন ত্যাজে শ্রীরাই ভঞ্জনা
সে জন যদি বা আসে, আসিবে না রঞ্জনা
রসিক বাতাস (যেন) সদা হিল্লোলে হৃদে
(তথা) রসহীন শর যেন কভু নাহি বিঁধে
বন্দ্যি পদে, মদনমাধব, লহ দীন প্রণতি
দেই তুলসী তিল তোয়, তোয় বহুত মিনতি
দয়া জনু ছোড়বি মোয়, তুঁহু মম প্রভু
ছোড়ু মোয় কদ্যপি যাইয়ো না কভু।
 
 
 
   
 
 
 
 
 
 

No comments: