Thursday, October 7, 2010

চলে যাচ্ছি



কিছুটা অপ্রাসঙ্গিক, অনেকাংশে প্রিয়

ঘনিষ্ঠ আন্তরিকতা নয়,

নয় শব্দের নিষ্ঠুর বিন্যাস,

শুধু কর্তব্যের খাতিরে হিংস্র হওয়া,

একান্ত নিরুপায়, পাথুরে চোখ, পাথুরে বুক

সেসব পেরিয়ে ওই ইস্টিশণ...


সেইখানে রেলগাড়ি অপেক্ষায়ে রইলো,

সুখ আর দুঃখের মধ্যিখানের বেড়াটা যেদিন ভাঙবো আমরা

সেদিন রেলগাড়ি চলে যাবে,

আমিও চলে যাব...


তদ্দিন না হয় থেকো -

শব্দিল সংক্রমণে,

থেকো,

জটিল আবর্তনে,

থেকো,

ঘুমখেকো রাত হয়ে, রাতখেকো চাঁদ হয়ে, চাঁদখেকো আমি হয়ে...

থেকো,

সুখে,

শান্তিতে,

নিষ্ক্রমণে...



আমি রইলাম সবুজের অপেক্ষায়...

No comments: