Monday, August 31, 2015

"এনকাউণ্টার"


স্বরণাভ নদী থেকে রাজপথ হয়ে ধূসরের দিকে
ছোটো হতে হতে নেই হয়ে যায় তোমাদের সুন্দর গড়ন,
আদল, 
অবয়ব;
নেই-চোখে মাখা কোনো মুনিয়ার কুয়াশার মোহ - তাহার ভিতর ঘর
ঘরের ভিতর ঘর, নির্লিপ্তে নির্গ্রন্থ পাষাণ-মানুষ-ছায়াপথ-তিনটে শিশুর লাস,
তেপান্তরের পথে ফেলে চলা, সরে সরে আসা সারিগান, কিমেরা-কায়াভ,
'আমি দেব না এইসব' না ভেবেই হারিয়ে হারিয়ে চলা মাটি-গান-অনহদ -
প্রখর রৌদ্রে দগ্ধ হও তাই, লাফিয়ে পড় জলে, পাহাড়ের চুড়ো দিয়ে চুরমার করো অট্টালিকা, গাছেদের প্রস্বাস মেঘ হয় যায় টীলার মাথায় মাথায়, ঝোরা হয়ে নেমে আসে খরবুনো ছন্দে-বানামে-ধুশিরে - শরীরে শরীরে তাই আদিম রক্ত চুঁইয়ে পড়ে সতেজ লালিমা-মণ্ডিত - স্বর্ণাভ নদী ও প্রেতস্বর রাজপথে - সহসা ঝলসে ওঠে হেডলাইট! ফ্ল্যাশ! ভুটমেড়! পালাও পালাও তাই সরে সরে যাও সকল হারিয়ে, পাহাড় ডিঙিয়ে, পাতাল ঠেঙিয়ে, দাম্ভিক সহস্র মিনারের ইমানভুক শৃঙ্গে শৃঙ্গে - জোনাকি জ্বলবে না আর -
ন্যাংটো পেয়ারাগাছে তিনটে শিশুর লাশ
বুলেটের ফুঁটোমুখে জমে ওঠে সময়ের কৃষ্ণসার শোণিত -
রক্তের হিম সম্যদ্রে ভেসে উঠে জমে গেছে পেয়ারাবীচির দ্বীপ -
সেই দ্বীপে রাজকণ্যা থাকবে না আর তাই কোনোদিন
জোনাকি জ্বলবে না আর তাই কোনোদিন

ল্যাধপুরাণ

দীনদুনিয়ার হাজার মজা ঠাউর করে এসে
ল্যাধনদীটির ল্যাজটি জ্যানো ল্যাধসায়রেই মেশে
ল্যাধসায়রের সুদূর দ্বীপে ল্যাধকণ্যার ঠাঁই
তার ল্যাধেতেই বিভোর হয়ে ল্যাধপুকুরে নাই
ল্যাধপুকুরে পদ্ম ফোটে পদ্য ফোটে হৃদে
ল্যাধের চোটেই লেধতে থাকে ল্যাধের স্বীয় খিদে
সিন্ধবাদের বিন্দুনাদেও ল্যাধের বামাচার
কালের কোলে কেবল দোলে ল্যাধের সমাচার
দুলতে দুলতে ঝরতে থাকে ল্যাধের লোনা স্বেদ
ল্যাধের রাজা ল্যাধের ফকির মিলায় ভেদাভেদ
ল্যাধের নধর ভালুকদাদু ঘোঁৎঘোঁতিয়ে হাসে
চন্দ্র সুর্য্য ম্লান হয়ে যায় ল্যাধের ত্বেজের পাশে
ল্যাধের মাসি ল্যাধের পিসি ল্যাধের বিন্দাবন
মাগছি দুয়া এমনি ল্যাধেই কাটুক অনুক্ষণ

Tuesday, August 25, 2015

রসিক নাগরের হুহুঙ্কার!

বক্ষে হস্ত রাখি', রসিক নাগর
তরি'ছিনু দুখময় ভবসিন্ধু সাগর
হ্যানকালে কালভালে জাগিল কাঁচলি
দ্রোহরাগে চমকিল পিরীতি পাঁচালি 
তাতি উঠে' রাজবাড়ি তাতি' রাজমাতা
তাতি' উঠেছিলা যত চামচে ও হাতা
পিছাড়িত মধুদত্ত (যথা) সুরাভ সলিলে
গোলাপি কাঁচলি তথা কি কাণ্ড করিলে!
কাঁপি উঠে থরথরি বাবুকুল হায়
পুংস্তনি নদনাদে শ্যাম কুল যায়
মেরেছে কলসীর কানা, চোতে মারে বাণ
বোশেখ প্রভাতে আহা করে পুন্য স্নান
সুরার আসরে তা'রা হয় 'কমরেড'
পরদার পানে চাহি 'নীড টু গেট লেড'
হ্যানো লহি ছিলো তারা দিব্য সে কান্তে
গোলাপি কাঁচলি হানা, (আহা) আগে যদি জানতে!
বাবুকুল কুম্ভীর ছিল দুষ্ট আনন্দে
কুম্ভীরাশ্রু ঝরাত সে'জন দুষ্টমিষ্ট প্রবন্ধে
কাঁচলি হেরিয়া সে'ত হইলা সচকিত
কাস্ট্রোরূপি শান-ফোবিয়ায় হইলা মহাভীত
অতঃপর কি হইলে জানো যতেক শ্যামলাল
বাবাইদোদুল রসিক আমি, ছিঁড়তে আছি'

Saturday, August 22, 2015

existenশিয়াল haiku

looking outside blinds
I have never seen such calm
even before storms


Friday, August 14, 2015

edit-mayhem-flower



you call it lavender stuff, they call it poetry of the moon dancing madly across the skies.
it's also silly letters with beautiful pictures, keys to memory-trunks where they say there are shadows of climes behind stairwells, flutes that played on behind mist, et cetera and et cetera, images and imageries, bla bla and bla, things to hide behind, sleep and dream within, shapes to shift by.

Monday, August 10, 2015

because

war poem
is like the sun
you see the windmills,
you know they are real

love poem
is like the moon
you see the tides swelling
you burn a bit every night
you don't know if its ashes or gold

death poem
is like thirty and two tunnels
leading to the sky that is lonelier
than the emptiest hearts of the world
and your knowledge is then a stranger
and your ignorance the strangest

so one day war poem, love poem and death poem
went to the sea
to look at red crabs that crawl, tidebound
but the sea was a mirror
so they could not see the waves
but they saw a city on the other side
they heard trumpets in the sky
because the tunnels had opened up to windmills
and because the sun and the moon were inching
along sharp edges that lead to nowhere

they were still there when i saw them last
but someday they'll move on because everyone does.

Saturday, August 8, 2015

you are dead, motherfucker

you, the latest dead blogger from Bangladesh
are you number three or number four?
i've lost count
and we have lost interest 
because the same shit over and over again simply doesn't sell
except that it gives certain secularympics enthusiasts hailing from certain geographies certain reasons to smile
and i must end this with a smile
and i must begin this with a smile
and we must all smile
and you are dead, motherfucker, so you, too, must smile.