সুষমার ঘরে আছে অক্ষর
রেল-তেল কদবেল যুদ্ধু
নাভীমূলে বাঁকা তার চন্দ্র
বিকিনিও এই ব্যালা খদ্দের
চামচের কাঁটাতলে আইরিস
কাঁঠালের নীলমাছি খিদেহাঁস
লালামোম ঝরে তার সুষমায়
দূরতর দ্বীপ ভেবে চলে যায়
সাপলুডু মাস্কারা টলেমি
কুসুমের বোঁটাটুকু জ্যান্ত
করোটির তিনভাগে মাদারি
সুষমার ঘোড়া ধরে টিপে দি'
সুষমাও এমনিই জেনেছে
বুলবুলি ধান খায় প্রভাতে
সুষমারও কুসুমেরা জ্যান্তো
আমি-ই আসলে হী-ম্যান তো!
বন্ধু অতনু সিংহর কবিতা "এ লেখা যুদ্ধ চেয়েছে খুব"-এর পাঠ প্রতিক্রিয়া হিসেবে রচিত।
1 comment:
Heady and strong. Just the way I like my coffee. :-P
Post a Comment