Sunday, July 27, 2014

হিজড়ে




যে রাত্রি অসুখি নয় বিষ ঢালো তাতে
চাবকাও চাবকাও যতক্ষণ ফুটপাথ রক্তে না ভেসেছে
আগত দিনমান বিষন্ন জ্বরে ফুটবে 
কুকুরেরা ফিরে নেবে বুভুক্ষু নাবিকজন্মের পূর্বস্মৃতি

যে রাত্রি অসুখি নয় তাতে ঘরে ফেরা হয়
চাঁদের নির্লিপ্ত আলোয় পঙ্গপালের মতো ছোটোছোটো গোপাল ভাঁড়
মাথার ভিতরে হিম অগ্নিশিখা চাগিয়ে ওঠে হরিবোল হরিবোল
খ্যাপা ষণ্ড রুদ্ধ করছে বৃশ্চিকরাশির নক্ষত্র-চৌমাথা 

যে রাত্রি অসুখি নয় তার ছিঁড়ে নাও রুটি
হৃদয়ে ঐহিক জেলেপাড়া - সঙ ও ফাঁসুড়ে
শ্মশানগর্ভধান; ছাই লেপে উরুসন্ধিময় -
যে রাত্রে অসুখ এলো তারই নিভৃত ভ্রূকুটি।  


  

No comments: