Wednesday, May 14, 2014

স্যামুয়েল ও নর্তকী




হঠাৎ সন্ধ্যা নামে মায়ানট থিয়েটারে
মনে হয় সবুজ কিছু তারকা একদা 
মানুষের থেকে মানুষের মতোই প্রতিহত-প্রত্যাহত হয়
খুঁজে ফিরেছিলো স্ব-স্ব ক্ষতচিহ্ন;
অযথা যত্ন আসে দিনমান, 
কেবলি পলাতক পথে পায়চারি করে
কল্কির অগ্নিবেশে, হেমন্তের উজ্জ্বল ধান বুঝি
চন্দ্রাহত অযুত ম্যামথের বেশে ঠায়
অথবা অজ অব্যয়
আমাদের প্রিয়তমা অক্ষর - পালকের ও শালিখের সন্নিবেশে 
রাজকন্যে সে, এলোচুল চিরযুগ অমলিন 
অতএব, হিরণ্যগর্ভ তাঁর স্বরপাঠ, যুথবদ্ধ তাঁর শ্রুতিমঠ
রঙ্গমঞ্চ অবাক, আসনে অভিঃ আসীন তাঁর দ্বৈরথ দ্বৈপায়ন
অসীমের অভিষেক এইখানে -
অথচ, কি আশ্চর্য্য! প্রাত্যহিক ধরেছে খরতলোয়ার
ক্ষমাসুন্দর তার দুইহাত - ইতিহাস ও সৌরঅভিযান।  

No comments: