কোন মুহুর্তে আসো যাও
শুধু পা-দুখানি, লক্ত ঘুঙুর
শরীরজোড়া রূপকথা ছিঁড়ে
ও বাদ্যানী ও বাদ্যানী চলিস কোথা
গন্ধমাদন হস্তে লয়ে প্রদীপ জ্বালো
অলকা
শুধু পা-দুখানি, লক্ত ঘুঙুর
শরীরজোড়া রূপকথা ছিঁড়ে
ও বাদ্যানী ও বাদ্যানী চলিস কোথা
গন্ধমাদন হস্তে লয়ে প্রদীপ জ্বালো
অলকা
বিন্দুতে মেলামেল লয়মুহুর্তের অগ্রভাগে
ইণ্টার্কমে ললিতা
ধুতির আগুন...
পুজ্যগর্ভ
কলিমা জালাল বিন্দু মেলে অঙ্ক মেপে সমসাময়িক
কিম্বা ক্রেতা সম্মোহোনী ডাকপিওনে
ও বাদ্যানী ও বাদ্যানী চলিস কোথা?
চলতে চলতে আলগোছাপথ
নির্বচনের গারদআঁটা পাল্লাছিপি অনুবর্তন
এমত পথে মিশ্রঠাকুর ক্বচিৎ স্থুলাচার
এমত পথে নিত্যি ধাহো সৌধ-সদাগর
রেখাবপটে ন্যাংটা নিতাই নিত্যি নাচে ঘোর
গন্ধমাদন বাদ্যবাদন মোক্ষমোচন টেক্কা
করুণ স্তনে বাজাস নে তোর বনবিহারী রম্য
ও বাদ্যানী নতুন ট্রেনে নতুন স্টেশন জাবিশ?
No comments:
Post a Comment