ছন্দের জাদুকর সত্যেন দত্ত
চেতনার বালুচরে খুঁড়ে পেতে গত্তো
রামধনু ক্রমনীত তম-রজ-সত্ত
কিছু দ্রিম-দ্রাঘিমার, কিছু উন্মত্ত
অথচ সকাল মেখে দরদিয়া পথ তো -
চাঁদের উল্টোপিঠে চলচ্ছ্বল সত্বর!
যাদের উল্কাপাতে আইস্ক্রীম চত্বর
কিছু তার উত্তর ঠিকরানো রক্ত
কিছু তার পথ জুড়ে নিংড়ানো যত্তো
ছন্দের যাদুকর সত্যেন দত্ত!
চেতনার বালুচরে খুঁড়ে পেতে গত্তো
রামধনু ক্রমনীত তম-রজ-সত্ত
কিছু দ্রিম-দ্রাঘিমার, কিছু উন্মত্ত
অথচ সকাল মেখে দরদিয়া পথ তো -
চাঁদের উল্টোপিঠে চলচ্ছ্বল সত্বর!
যাদের উল্কাপাতে আইস্ক্রীম চত্বর
কিছু তার উত্তর ঠিকরানো রক্ত
কিছু তার পথ জুড়ে নিংড়ানো যত্তো
ছন্দের যাদুকর সত্যেন দত্ত!
No comments:
Post a Comment