Tuesday, November 29, 2022

কীটপাথর

জলের প্রাণী জলেই ভালো এমন কথা বললে

বিবর্তনের নিবর্তনের ভোলগা উঠবে ভলকে

মনের ভিতর বনের নিথর চম্পকাদি কম্পে

অথই পাথার পার হয়ে যাও সচেতন তিন লম্ফে

প্রথম লম্ফে প্রদীপ জ্বলে বেবাক নিবাত কক্ষে

দ্বিতীয় অঙ্কে সজাগ ছিলে তাই না পেলে রক্ষে

তৃতীয় অঙ্ক আকুল ফাটবে বসুন্ধরার বক্ষে

বাদল ধরলে খুঁড়তে যাবো অন্ধকারের মূল

বাজতে বাজতে চলল ডুলি - ঠিকের পিঠে ভুল


No comments: