Monday, November 21, 2022

উষা,

খুকি, হেরে গেছ,

ধূসর অরণ্য কাঁদবে ব্যবধানে
এখানে কান্না নয়, এখন জীবন নয়,
নয় জাগরণ ও সুষুপ্তি অথবা পুনরুদ্ধার্য খরবারি;
চারণেরা ফেরে গোঠে গোঠে
যেন পিঙ্গল মাঠ ফাটবেনা হাহাকারে,
বুঝি, বাতাসেরও অনুভূতি আছে
বহুদূর কোথাও কোনও অজানা ভূখণ্ডে
উৎস যদিবা হয়, তবু বয় নদী:
নদী বেয়ে বয়ে গেছে রাঙা-সুর বুঝি,
পাহাড়েও রঙ নেবে সোনামুখ তায়;
তাই রও, উষা, অগাধ মোচন-অতীতে,
ঘনঘোর কবে কোন ঊষর প্রান্তরে

No comments: