জলের প্রাণী জলেই ভালো এমন কথা বললে
বিবর্তনের নিবর্তনের ভোলগা উঠবে ভলকে
মনের ভিতর বনের নিথর চম্পকাদি কম্পে
অথই পাথার পার হয়ে যাও সচেতন তিন লম্ফে
প্রথম লম্ফে প্রদীপ জ্বলে বেবাক নিবাত কক্ষে
দ্বিতীয় অঙ্কে সজাগ ছিলে তাই না পেলে রক্ষে
তৃতীয় অঙ্ক আকুল ফাটবে বসুন্ধরার বক্ষে
বাদল ধরলে খুঁড়তে যাবো অন্ধকারের মূল
বাজতে বাজতে চলল ডুলি - ঠিকের পিঠে ভুল