Thursday, December 22, 2022

ধ্বসে পড়ে গণতন্ত্রের বুনিয়াদ,

 ধ্বসে পড়ে গণতন্ত্রের বুনিয়াদ,

এ ঋণ সে ঋণ নয়

যে বেচবে হাটবারে 

মুখে নেই ভাষা, নেই বুলি 

ত্রস্ত পড়ে আছে কিছু ইতিউতি কাঠামোর পদতলে

এ রিক্ততা নয় সেই নিকানো উঠান 

নয় সেই নিবিড় রূপকথা-বনস্থলী 

হৃদয়ের মূল বুঝি উদ্ভিজ্জ

উপড়ে উপরে যায় চোখ ও করোটি 

অথচ, কি আশ্চর্য দেখ ব্যাকরণের নিয়মবিধি

কি আশ্চর্যতর দেখ ডাকবাকশো! 

যেন দূর কোনো বনে ভ্রমণ

ভাবতে ভাবতে ডান হাত দিয়ে নীল সাদা ডোরাকাটা পর্দা নামিয়ে নেয় সুখমন।। 

Tuesday, November 29, 2022

কীটপাথর

জলের প্রাণী জলেই ভালো এমন কথা বললে

বিবর্তনের নিবর্তনের ভোলগা উঠবে ভলকে

মনের ভিতর বনের নিথর চম্পকাদি কম্পে

অথই পাথার পার হয়ে যাও সচেতন তিন লম্ফে

প্রথম লম্ফে প্রদীপ জ্বলে বেবাক নিবাত কক্ষে

দ্বিতীয় অঙ্কে সজাগ ছিলে তাই না পেলে রক্ষে

তৃতীয় অঙ্ক আকুল ফাটবে বসুন্ধরার বক্ষে

বাদল ধরলে খুঁড়তে যাবো অন্ধকারের মূল

বাজতে বাজতে চলল ডুলি - ঠিকের পিঠে ভুল


Sunday, November 27, 2022

Sad-juice

Sad people writing about sad things 

Shall wake up one day

To tear off all curtains 

Another option is, that lousiness will pervade

until, engulfed by pastiche, 

our bones dry up to juice-up the facades 

as we stand and stare to appreciate the pictures and the tapestry

That is the day on which you and I will get sold. 

Dear Anarchist,

Dear Anarchist,

lonesome in the toil

of these weary days

and silent nights,

of rattling chains

and choked flights,

in this deeply hurt world,

where fondness lies limp

lions in caves, deep inside

slumber on and on

as one by one, they kill all love,

as humans, numbed to stone,

speak in cold voices,

lay down rules, stern as no ship ever were,

as ragged, rugged dreams

that forgot how to glint, like raw love

that forgot how to bloom,

are taken down like shamed flags

like buildings taking over ancient totems

tree-souls chopped in supermarket craze...


But that other, cold, craze,

shall ever be true.


Monday, November 21, 2022

উষা,

খুকি, হেরে গেছ,

ধূসর অরণ্য কাঁদবে ব্যবধানে
এখানে কান্না নয়, এখন জীবন নয়,
নয় জাগরণ ও সুষুপ্তি অথবা পুনরুদ্ধার্য খরবারি;
চারণেরা ফেরে গোঠে গোঠে
যেন পিঙ্গল মাঠ ফাটবেনা হাহাকারে,
বুঝি, বাতাসেরও অনুভূতি আছে
বহুদূর কোথাও কোনও অজানা ভূখণ্ডে
উৎস যদিবা হয়, তবু বয় নদী:
নদী বেয়ে বয়ে গেছে রাঙা-সুর বুঝি,
পাহাড়েও রঙ নেবে সোনামুখ তায়;
তাই রও, উষা, অগাধ মোচন-অতীতে,
ঘনঘোর কবে কোন ঊষর প্রান্তরে

Andhakara

andhakara, andhakara knocking at my door
what is there to be said anymore?
beloved shadows, forsaken rain, birdlike evening descends
andhakara, andhakara, have you come to make amends?
andhakara my hands and feet,
andhakara your soul
may beauty ever madden, screw every other goal

Sunday, October 30, 2022

Nolo

 There are only two kinds of people in the world: us and them'

- thus they said everywhere as bits and pieces of my dark earth died

We have all seen how the evenings get so blue

'there must be something else, something that connects, yet, doesn't; that flickers
yet, doesn't' - we have thought
we have wept, seeking
that one last mad dance
hands moving in silence
'should it matter, or should it not?'

'walk in, or walk away'
- thus they thought everywhere as my dark earth died in bits and pieces