কোটিকে গুটিক রসিক যেজন
অমিয় অনলে করিয়া সেচন
সৃজন ধরিলে কথা।
অদ্য অনলে গরল যখন
কুটুমে কুটুম বিরাগভাজন
অলখ হৈছে তথা।।
কথন বচন রচন নাহয়
ভেদের ভেদিক কষিয়া আছয়
প্রবর্ত্তিছে ব্যথা।
জাতির পাঁতির বিচার আসে
শমদমাদির দণ্ডে লাসে
ধনিক নীতিপ্রথা।।
এমন কালের রসিক সুজন
খ-কার-লীন পীরিত বাঁধন
অট্টে হেসো হোথা।
কায়াত মায়াত পীতম নিছায়ো
ছায়াত নিশায়ো সত্যে মিছায়
বিছায়ো আলেখলতা।।
কারণ যখন দুখের নাশন
প্রেমাত মিলাত ভেদীক পাষণ
তথাপি ভবয়ে কথা।
তথাপি পীরিতি মিলায় দোহেঁ
বহুতে মিলায় বোহি-সম্বোহেঁ
বহতু দোঁহানঈগাথা।।
No comments:
Post a Comment