শেষরাতে পেলে কি তাকে, পেলে কি নিরঞ্জন?
ঘরে চোর হয়ে ইঁদুর ঢোকে, নিশিথ ঢোকে বুকে
নানান মালঞ্চে তার ফণাফণা পড়ে আছে প্রেম,
পড়ে আছে মায়াঘড়ি, অবলুপ্ত কড়িকাঠ-আদি
পড়ে আছে, থাকবে বলে, বহু কাল হতে বহুতর
কালান্তের পথে তার ধূসর চলিষ্ণু ছায়া, স্বপ্নের
মতো মরে যাওয়া, বেঁচে ওঠা জীবনের মতো - ভাসমান,
এসো,
নানান রঙ্গে এসো,
ভোর হলে, তেঁতুলের জঙ্গলে
স্মরগরলে
সবুজ আভার ভরে মায়াবী প্রজাপতি আসে, নিখাদ তৃপ্তির মতো,
অপার বন্দরে আসে, বহুকাল তৃষ্ণা কুড়োবে বলে খুদকুঁড়ো,
ব্রীজ বাঁধা শেষ হলে, যবে, ঘুমিয়ে পড়বে সবকটা কবি ও ফসল
তখন মানুষের কাছে আর কিই বা উষ্ণতা দেবে, ইছামতি, দাবানল?
বুকভরা জল কেটে অভিমান এঁকে যাও, সেই বুকে
ঢুকবে নিশিথ
সেই জলে নামবে অতল কুমীর কিছু, স্মৃতির মতোই,
অশ্রুমেয় - নামবে বলেই
অপেক্ষমাণ, তটের কাছে, রাতের শেষে,
কিরণ এলে, ছুঁলে কি তাকে? ছুঁলে কি নিরঞ্জন?
ঘরে চোর হয়ে ইঁদুর ঢোকে, নিশিথ ঢোকে বুকে
নানান মালঞ্চে তার ফণাফণা পড়ে আছে প্রেম,
পড়ে আছে মায়াঘড়ি, অবলুপ্ত কড়িকাঠ-আদি
পড়ে আছে, থাকবে বলে, বহু কাল হতে বহুতর
কালান্তের পথে তার ধূসর চলিষ্ণু ছায়া, স্বপ্নের
মতো মরে যাওয়া, বেঁচে ওঠা জীবনের মতো - ভাসমান,
এসো,
নানান রঙ্গে এসো,
ভোর হলে, তেঁতুলের জঙ্গলে
স্মরগরলে
সবুজ আভার ভরে মায়াবী প্রজাপতি আসে, নিখাদ তৃপ্তির মতো,
অপার বন্দরে আসে, বহুকাল তৃষ্ণা কুড়োবে বলে খুদকুঁড়ো,
ব্রীজ বাঁধা শেষ হলে, যবে, ঘুমিয়ে পড়বে সবকটা কবি ও ফসল
তখন মানুষের কাছে আর কিই বা উষ্ণতা দেবে, ইছামতি, দাবানল?
বুকভরা জল কেটে অভিমান এঁকে যাও, সেই বুকে
ঢুকবে নিশিথ
সেই জলে নামবে অতল কুমীর কিছু, স্মৃতির মতোই,
অশ্রুমেয় - নামবে বলেই
অপেক্ষমাণ, তটের কাছে, রাতের শেষে,
কিরণ এলে, ছুঁলে কি তাকে? ছুঁলে কি নিরঞ্জন?
No comments:
Post a Comment