সারারাত তারা ভালোবাসে
পাহাড়ের ছায়া হয়ে;
ভোর হলে, মিশে যায়,
রোদ্দুরে রোদ্দুরে
বিদীর্ণ উপত্যকায় মোচ্ছব লাগে তাই ঘোর।
সেই মোচ্ছবে এসো,
ভালোবেসে এসো,
মানুষ, জোনাকি অথবা গান হয়ে এসো
পথের হদিশ ভুলে এসো
একদিন খুঁজে নেবো সব পথ ঠিক
একদিন ভালোবেসে মিশে যাবো আকাশে আকাশে
No comments:
Post a Comment