Thursday, April 23, 2015

বামপন্থা

বামপন্থা -
পয়দা হতেই বেজন্মা কুত্তার বাচ্চা
বামপন্থা -
বেজন্মা কুত্তার বাচ্চারা খেঁকুড়ে হয়ে উঠে যখন কামড়ায়
মোটাসোটা হাসিহাসি মুখগুলি
হয় আরো হাসিহাসি হয়ে ওঠে
নয় কাঁদোকাঁদো হয়ে ওঠে
নয় কেঁদোবাঘের দোসর সেঁদোবাঘ সেঁধিয়ে যায় খাটের তলার স্তূপাকৃতি ডাব-নারকোল-সুপারিগুলির মধ্যস্থ নিরাপত্তায়
আর নয় তো বুড়িমার চকোলেট বোমার মতো
ভড়াক করে ফেটে যায় সামনে পিছন উপর নীচ দিয়ে
মোদ্দা কথা, খ্যালাটা বাইনারী নয়
ঐতিহাসিক রাসমঞ্চে ঐতিহাসিক পালাবদল
লেনিন বা চৈতন্য থেকে আলাদা আলাদা রস পায় আলাদা আলাদা জনগণ

এবার বল শালা তুই কোন সাইডে!

No comments: