ধূসর পাণ্ডুলিপি রেখে যাও কিছু
রেখে যাও আধক্ষয়া চাঁদ,
ভাঙা রঙপেন্সিল
রাগী রাগী বাবাদের মতো মেঘ
দুখী দুখী এলোচুল মত নদী
পুরোনো শহরে মিছিল মিছিল ঘ্রাণ
পাণ্ডুলিপি তবু কথকতা
ফুরোনো শহরে টবময় বিস্বাদ
এইসব বুকে ধরে ও-দেওয়ালের মান্ধাতা
অন্ধ জ্ঞানীর পাপ গভীর জননীতে
এইসব ভিটামাটি অখণ্ড পৌরুষ
সমুদ্র সমুদ্র স্বর, পৌনঃপুনিক
সিংহের মত চলকে ভলকে কালনিম জ্যোৎস্না
কাঁটা চেপে থমথম অমর প্যাঁচা
ক্যাঁতামুড়ি জবুথবু অমর বেড়াল
চাঁদ বলে চাঁদনীকে - আয়নাও সত্য
শূন্য যা কিছু আজ, দিল ও মনন
ভাব ও অভাব ঘেরে স্মিত বিচরণ
নদীতে নগর ছিলো, নগরে নদী
নদীতে প্রাসাদ ছিলো, প্রাসাদে কিরণমালা
বোকারাই একদিন পৃথিবীর রাজা হবে
ভালোবাসা একদিন ফুল হয়ে ঝরে যাবে
জেনেছে কিরণমালা, সুগভীর বোধে
No comments:
Post a Comment