Saturday, January 31, 2015

বেঁড়েপাকা বীচিকলা

অর্ধ কোঁদল চন্দ্রবদনী বন্ধনে
উর্ধ্বে ধবল ঘাইহরিণীর বার্তা কু'
হস্তে দখল হস্তিনাপুর হিরণ্যানী
গর্ভে তাহার ঝুমজব্বর আঁধারমণি
জ্বলন বলন মলম মরম গুহ্যকোষ
হালুমহুলুম জবরজুলুম দিলডাকু
ধন্যধন্য চন্দনবনে কাহ্নপাদ
ধর্মতলার ধর্মরাজার বাতাসিয়া লুপ
রেডিওবাজার নিশুথপুর হাঊষচুপ!

Tuesday, January 27, 2015

pretty poetry for pretty lady

it's a blue month
the roses are bust
she rides her blue pony
because she must, we must.


these are cruel times
and i'm a big fat bore
i had her keys, now i don't
so i knock at her trip-coloured door.

Thursday, January 22, 2015

গভীর ভীষণ দুক্ষো

গভীর ভীষণ দুক্ষো পেলে আকাশতলে যাও
হাট্টিমাটিম হাট্টিমাটিম বাইছে সেথা' নাও
মৎস্যডিম্ব প্রসব হ'লে মৎস্য ধরিয়া খাও
ডিম্ব ফেটে মৎস্যশাবক ছোড়ুব নাহিঁ গাঁও
গভীর ভীষণ দুক্ষো ধুকু দীঘির ধারে ধাও
গভীর ভীষণ দুক্ষো হেঁটে ঝর্ণাজলে নাও।

Friday, January 9, 2015

lives and times of real-time ghosts



now that the red rags are out
now that the bulls are fuming
now that the kids are dying
now that the ones with the rags are happy that they can speak of some dead kids who are clearly more important than some other dead kids
now that the ones with the rags can fill their arsenal with the cheerleaders hooting full-blast from the sidelines
now that love is an app
now that hatred is cool
now that hunger is outdated
now that politics is for the losers
now that the soul is a Martian apologetic
now that the soul is blue and grey
now that the music is a sound coming from a box
now that the music is punctured
now that the ghosts howl, deadbeat
now that the ones with red rags can unleash missiles and civilization
now that its trending to bomb the bulls back to the stone ages
now that food has become a diminishing return for real and nobody gives a bull about that because its not trending to give a bull about food being a diminishing return
now that the rivers are places where the monsters of iron pee
now that i visit the whorehouses, where i used to visit to make love, to fuck
now that i see kids being put in boxes and killed for eternity behind benches and tables with computers and switches that decide what will happen to the kids who can't sit behind computers and switches because they are too busy getting bombed knifed castrated and starved
now that newspapers decide what cycle the newspaperboy would ride
now that poets self-publish outputs on roses and love with the money they get from people they call sir and those people get money from the people they call sir and those people get money from people they call savages in need for upliftment through bulldozers drones and nuclear warheads
now that Lorca is a dead guy with a bullet between his eyes rotting in some mass-grave somewhere copy-pasting whose poetry affords many a good fuck
now that the soldiers have taken my sisters of blue mercy away
now that chocolate boy soldiers save the day by selling chocolates on tv
now that doctors enter temples of love to diagnose chickenpox for the soul
now that doctor faustus mentors icarus to sell aeroplane tickets on tv
now that the heart and the guts are one and are ready to be ripped apart any given sunday
now that abortion is free and men in uniforms who perform that operation with sticks rods guns and bayonets get gallantry medals pinned on them and their pictures on textbooks wherefrom kids get to know who their heroes and saviours are and men without uniforms who perform that same operation with swords and butcherknives on women who belong to the hell where all the nasty others belong become ministers and get to decide whom to pin the medals on and whose pictures are to appear on books for the kids to learn
now that poverty is philosophised in air conditioned rooms where gloomy people in shiny suits pretend to listen to gloomy people in shiny suits
now that there's music and revolution oozing out of coffee shops that are built by uplifting certain savages from certain rehabilitation colonies and flophouses that aren't cool enough to be where the music and the revolution are
now that i haven't shed a single drop of blood in any battlefield which makes me the perfect expert to speak on blood and battlefields
now that wisdom belongs to people with money who need more ignorance for more money
now that peace belongs to profiteers who need more war for more peace
now that tears belong to the circus where dreams, well insured, are ringmasters and the lions of hope shiver below sanguin and sangfroid electricity
now that everything we own can be brought and sold
now that everything we wish for can be clicked upon
now that the attic-room-soldier can't step out because there are barbed wires on every bit of earth
now that the earth that used to smell of the green motherly childhood mornings smell of chemistry labs
now that the shadows of death get longer than shadows of life by the inch and to the hilt
now that there's virus in the realm of the truly lost
now that there's anger simmering in the hearts of the healers
now that there's venom spewing from the gutters that never yielded poetry
now that Plato pats Aristotle on the back and says: 'i told you so, kid!'
now that Aaron is a face that died
now that Che is a coffee-mug that lived
now that
now that my mind veers away from Bodhidharma
now that my flames flicker as ghostcandles in faceless graveyards
now that my fingers twitch around the roses that don't bloom except in fake-poetry that's as far away from life as i am from you
now that the moon wilts in sadness that used to make gypsies from lost lands dance by fires all night and that used to make rain fall on the ghosts - damned, decimated, howling with the coldest breezes from the realm of saturnalia of all dead stars
now that you, priestess of my dead stars and dead dreams, float along the bloodless phantom-tides that swell
swell
past the eyes of the Homer
past the ears of Beethoven
past the haunted lores that whisper garbled words of pain to children lost in this ghastly wilderness,
that ghastly wilderness
and everything in between - nuggets that shine and nuggets that don't
now that Orpheus is dead and Euridice will never come out
now that Bacchus and his friends rule the brazen cars with Fergus
now that Orpheus doesn't sing as he floats
now that Behula doesn't weep as she floats
now that the Ophelia doesn't sing as she floats
now that she isn't a great white lily but a bloated corpse like a million other bloated corpses
now that my love will never be a song
now that my hatred will never be a revolution
now that my hope will never climb mountains
now that my faith will be a pile of lies told, retold, untold
now that my dreams will try to be your dreams and die in thirsty pursuit
now that my nightmares will be your nightmares and yours will be mine - perfect and cold, silent like huge ancient statues
now that my fire will scorch the soil
now that our crops of gold will turn into gold and there will be no crops and there will be much gold and Midas, once the king, will stare at his daughter's statue forever, eyes fixed at the goal -
absolute unqualified annihilation
absolute unqualified jack of spades
now that eight and eight pawns will swim in this battlefield of light and darkness in the marsh of Bhula Masan
now that you will never be me and i will never be you,
the rags flutter mad
the bulls charge mad
the bombs rage mad
the knives shine mad
tigers leap out from heart of hearts
flames leap out from ancient trees on fire
wolves leap out from creeks of lost time and aim straight for the throat
all hounds of earth hunt all rabbits of earth down
all spiders of earth inch closer to all flies of earth each passing second
vines of pure poison creep up along pillars and posts where we had etched our love when we were soldiers and when we had conjured up our nightmares thinking they were dreams,

now that we know that the game is on
now that we know that we are a part of it despite everything
it's the perfect time to think of dinosaurs that roamed the naked earth for a hundred and sixty-five million years.


Saturday, January 3, 2015

be well.


when stars fall at dead of night, be well
when people break to pieces in cold places, be well
when your heart is so loud that you won’t hear any other sound, be well
when wings wage that deadly war against roots, be well
in this room, between my wall and yours, looking eye to eye with the monsters that won’t let us be
in this world, between shampoo ads and kerosene queues, trees never move away from one another
in this kingdom, between words of love and silences of hate, fishes play trumpets and orchids dance to insane dawns
scared of shadows we roam away from inside, sharks smile toothpaste smiles, hearts whimper, souls cringe up
except that there’s no soul. I’ve looked deep enough into too many eyes to know.
and there’s no heart but for the real lost ones – those who sell life and death for a dime or two and gouge out eyes of mannequins for cheap kicks.
hounds bounding for glory, vines of time hang like nooses from their necks
far away from their trail, there’re kids with crayons running amok,
ghosts of tigers grip the moon with their teeth and take it to the sad lake where she has never been to
music turns into love. that’s one place you’ve never been to, and neither have I
let’s let the hounds be
we will shoot them when she gives us the gun
let’s let sharks be
we will kill them when we’re big and strong
let’s let the stars be
we will change guards when they pour out time instead of light
in this dank room, flower of life makes love to the flower of death
till there’s no life, no death and no love
when those flowers wilt, be well
when winter descends on heart of hearts forever, be well
when the tiger-ghosts lose their teeth and they can’t carry the sad moon to the sad lake anymore, be well
when those kids run out of crayons and they weep on and on all along the rugged climes of dawn and dusk till they lose everything, be well.

TikTikiMochchhawb - Based on Jim Morrison's Celebration of the Lizard

পথে সিংহ

পথে সিংহ-বিচরণ
সরমা, তোর সন্তানাদী মহাক্রোধি
লালাঝর  উত্তাপ, শোহুরে হৃদবন্দী পশু অতিকায়
তাঁর মাতৃদেহ পচ ধরেছে গ্রীষ্ম উপত্যকায়
তিনি শহর ছেড়ে বহুপথ মোকাম

দক্ষিণাভিমূখী সীমান্ত অতিক্রম
কাঁধের পিছনপুরীময়
বিশৃঙ্খলা, ব্যাধি ও বিকার

সকালে তিনি সহসা জাগেন সবুজ হোটেল কক্ষে
পাশে অদ্ভুত প্রাণী, মারণনাদ
উজ্জ্বল স্বেদক্ষরা ত্বক

শালারা আছিস?
ভিতরে আছিস?
সবাই আছিস?
এক্ষণ আরম্ভণ নিদারুণ
মেমফুত্তি!

জেগে ওঠো

জাগো!
স্থান - মনফাটলী অবলোপ
স্বপ্ন - সটান থমথম
সে সর্প ছিলো ফ্যাকাশে
সে সর্প ছিলো স্বর্ণাভ, উন্মত্ত ও সন্ত্রস্ত
আমরা ধরতে থরোথর
চাদর ছিল বটে উষ্ণ, মৃত কয়েদকুপ
মেয়ে - আমার পাশে ছিল,
বৃদ্ধা, সে,
অথবা নয়;
সে যুবতী তার চুল গাঢ় লাল
তার চামড়া সাদা এবং নরম।
এখন বাথরুমজোড় আরশীনগর অভিমূখ,
ভোঁ দৌড়!
সে তো এখানে আসছে

তার চলাচলময় প্রতিটি মন্থর শতাব্দীর মধ্যে বসবাস আমার কুম্ভীপাক
শীতল মসৃণ টালি বরাবর
গাল গড়িয়ে,
নিম্নপানে,
হিমশীতল জ্বালাদীর্ণ সকল প্রিয় রক্ত অনুভব
বৃষ্টির মসৃণ সাপ ফণা তোলে

ছোট্ট খ্যালা

এক যে ছিলো ছোট্ট খ্যালা:
হামা দিতে দিতে মাথার ভিতর অ্যাবাউট-টার্ণ -
ফিরে আসা
তুই জানিস খ্যালাটার কথা
খ্যালাটার নাম পাগলে যা

এবার আরেকটা ছোট্ট খ্যালার অভিপ্রায়
রুদ্ধ চোখকুটুরি মজাভুলভুল
আত্মনাম বিস্মরণী
রূপঅরূপ বিস্মরণী
বিশ্ব বিস্মরণী
মানবলোক বিস্মরণী
আয়, অন্য চুড়ো খাড়া করি এক্ষণে

সামান্য খ্যালা, পর্যাপ্ত চুলবুল
চোখ বন্ধ কর, এই খ্যালায় হারজিত নাই
আমি এখানেই আছি,
এইবার বল্গা ছাড়ার পালা,
এইবার আমাদের ব্যূহভেদের পালা।
পর্বতচারী

মস্তিষ্কের গূঢ় গভীরে
ব্যথার রাজত্ব হাপুশ টপকিয়ে
সে’রাজ্যে বৃষ্টি হয় নি কোনোদিন
এবং শহরিয়া হাভাত-বুকে তুলতুল বৃষ্টিমুখ
এবং আমাদের সকলের মাথার ডগায় হাভাতিয়া তুলতুল বৃষ্টিমুখ

এই অসীম গোলকধাঁধাঝলমল প্রবাহের অন্তরালে
পারিপার্শ্বিক সুষম পাহাড়ের স্নায়ুময় বাসিন্দাদের শান্ত অপার্থিব উপস্থিতি উচ্ছ্বাসিত সরীসৃপ ও উহাদের জীবাশ্ম,
গুহা,
শীতল বায়বীয় উচ্চ্বতা

ঘর
ঘর
আরো ঘর
সব ঘর এক ছাঁচে ঘ্যানঘ্যান, নিথর
অথচ জানালা-কপাট-গবাক্ষ গোলগোল ভোঁচক্কর,
চৌখোপ পাল্লা, ঘূর্ণায়মান সমষ্টি।
একটি জান্তব গাড়ি সকালের বিরুদ্ধে নিজেকে তালাবন্ধ রাখছে বাঞ্ছিত এইখানে
এখন সবাই ঘুমায়
নীরব মাদুর, শূন্য আয়না
বিধিবিবাহিত দম্পতির শয্যাতলে অন্ধ ধুলো
চাদরময় ক্ষত এবং পরিচ্ছন্ন ও তৃপ্ত বীর্যগ্রাহী কন্যাগন –
তাদের মাইয়ের বোঁটায় চোখ জেগেছে হাজারকোটি,
হাজারআলো,
হ্যাজাক জ্বালো
চোখ জেগেছে বৃন্তজুড়ে।

দাঁড়াও, এখানে একটা খুন হয়েছে!

কথা কইতে থেমো না,
ইতিউতি চাইতে থেমো না
তোমার দস্তানা ও পাখা মাটিতে
করাল দাগচিহ্ন
আমরা শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি
আমরা বিদীর্ণ পলাতক।
তুমি সেই জন।
তোমার ক্ষরণ আমার আয়তে!
পৃথিবী চণ্ডালিনী

পৃথিবী ছুঁস না,
সূর্যপানে চাস না
কিচ্ছু করার নেই,
ছুট ছুট ছুট
এতাল বেতাল ছুটিছুটি ছুটছুট

পাহাড়ের উপর বাড়ি, চাঁদ নিস্তব্ধ শুয়ে
গাছের ছায়া প্রত্যক্ষ করে বুনো বাতাস
আয় খেপী, দৌড়ো আমার সাথে
আমরা ছুটি
আয় খেপী
হা-আকাশ হা-চন্দ্র হা-অন্ন হা-ব্রহ্ম হা-উজান হা-লালটিপ হা-বাসস্টপ হা-আঁধারমণি হা-বোধিভাণ্ড ছুটিছুটি ছুটছুট ছুটিছুট ছুটিছুটি ঝিকঝিক কুকু ছুটচক্কর।
আয় খেপী।

পর্বতশিখরে উষ্ণ অট্টালিকা
কক্ষসকল সমৃদ্ধ ও সদাসুখী
প্রাচুর্যমণ্ডিত কেদারার বাহুডোর কিছুবা রক্তাভ

তুই অন্তর্নিবেসেচ্ছু বটে
নইলে এমন
ধারণ-যাপন
মিলবে শালা কোন ফিকিরে?

গাড়িতে রাষ্ট্রপতির লাস
স্টিয়ারিঙে আচ্ছন্ন স্বরাট চালক
আলকাতরা সঞ্চালিত আঠাআঠা ইঞ্জিন
সঙ্গে আয়, সুদূর ভ্রমণে যাই না
রাজা হতেও চাই না
আমি যাই পূবমুলুকে,
জারের দরবারে হাজিরা জানাবো

ছুটো তবে সাথসাথ
ছুটে চলো সঙ্গে
শোণিততরঙ্গে
মরমখাকি মহারঙ্গে
বাবাইয়াগার বাপ জাবরখাকি
ধ্বংসঢাকের নাগরঢাকি।


কিছু দস্যু একটি হ্রদের ধারে বসবাস করতো
মন্ত্রীর মেয়ে সাপের প্রেমে পড়লো
সাপ থাকতো পথপার্শ্বে একটি কুঁয়ায়।
জাগো, অরূপবালা!
আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি।

সূর্য পুড়ে ছাই
চন্দ্র পুড়ে ছাই
আমি মগডালেতে বসিয়া
ঠ্যাংযুগল দুলাইয়া দুলাইয়া
আসমান ধরে খাই।

তোকেই পাবো
শীঘ্র পাবো
পাবোই পাবো
জলদি পাবো
আমি টিকটিকিবাহাদুর
আমি সব পারি!



সাম্রাজ্যগুলোর নাম

এসেছিলাম নদী এবং মহাসড়ক বয়ে
এসেছিলাম অরণ্য এবং বুনোঝোরা বয়ে
এসেছিলাম মুলুকের নানান সাকিন বয়ে
এসেছিলাম বিমোহিত হোমাপাখির চরণ বয়ে

আমি তোকে সেইসব সাম্রাজ্যগুলোর নাম বলতে পারি
আমি তোকে তুই যাকিছু জানিস সমস্ত বলতে পারি
একমুঠো নীরবতার জন্য উৎকর্ণ,
ছায়াবৃত উপত্যকা
আমি, অধিরোহী।
নির্বাসনের প্রাসাদ

সাত বছরকাল নির্বাসনী অস্পষ্ট প্রাসাদ
দ্বীপেবালাদের সাথে আজব খ্যালাধূলা,
আপাতত আমি পরিষ্কার জমির কাছে,
বলিষ্ঠ ও জ্ঞানীদের কাছে
ফিরে আসছি।

ওরে ফ্যাকাশে জঙ্গলের খ্যাপাখেপীরা,
ওরে চুপকপাট রাতের শিশুরা,
মধ্যে কে আছিস যে শিকারের সাথে ছুটবি?

এখন রাত্রি তার ময়ুরকণ্ঠী সৈন্যসামন্ত সঙ্গে নিয়ে আসে
এখন ফিরে যা তোদের তাঁবুতে,
তোদের নিরিবিলি স্বপ্নে;
আগামীকাল আমরা আমার জন্মনগরে প্রবেশ করবো
আমি প্রস্তুত থাকতে চাই।