Sunday, July 27, 2014

হিজড়ে




যে রাত্রি অসুখি নয় বিষ ঢালো তাতে
চাবকাও চাবকাও যতক্ষণ ফুটপাথ রক্তে না ভেসেছে
আগত দিনমান বিষন্ন জ্বরে ফুটবে 
কুকুরেরা ফিরে নেবে বুভুক্ষু নাবিকজন্মের পূর্বস্মৃতি

যে রাত্রি অসুখি নয় তাতে ঘরে ফেরা হয়
চাঁদের নির্লিপ্ত আলোয় পঙ্গপালের মতো ছোটোছোটো গোপাল ভাঁড়
মাথার ভিতরে হিম অগ্নিশিখা চাগিয়ে ওঠে হরিবোল হরিবোল
খ্যাপা ষণ্ড রুদ্ধ করছে বৃশ্চিকরাশির নক্ষত্র-চৌমাথা 

যে রাত্রি অসুখি নয় তার ছিঁড়ে নাও রুটি
হৃদয়ে ঐহিক জেলেপাড়া - সঙ ও ফাঁসুড়ে
শ্মশানগর্ভধান; ছাই লেপে উরুসন্ধিময় -
যে রাত্রে অসুখ এলো তারই নিভৃত ভ্রূকুটি।  


  

Friday, July 18, 2014

'আমাদের নতুন বাড়ি'




সমুদ্রমন্থনে চলো নি, বিকার, অভিরাম, 
পঞ্চরত্ন হস্তপদে সঞ্চারিত, পুনঃপ্রকৌশল 
যাও ছেড়ে, অকাতর অরণ্য ও নঞতৎপুরুষ -
যাও ছেড়ে হাতের লোম ও বুকের মাংস,
যে বলাকা উড্ডীন ও বিস্তীর্ণ তাকে তুলে আনো 
সযত্নে সাজাও দুখহর বাগিচা-নিরালায়, 
অথচ ভালোবাসা প্রয়োজন, যাকে হারাও
ঝর্ণাঅতলে সাড়ম্বর আয়োজনে, 
তাকে ডাকো নানাবিধ অভিধায়;
যে গ্যাছে আনমনে পিয়ালের বনে - 
হাতে গেঁথে যায় বেআবরু আলপিন, চোরকাঁটা
তপ্ত শলাকা গাঁথো, সরোষে, খুলির আত্মস্থে 
সাতরঙে রাঙা তার ড্রপসীন,
সাতসুরে বাঁধা তার পিয়ানো
তারও ডাকচিঠি আসে, নাম রাখে কোমল-গান্ধার
গান্ধর্বী গ্যাছে তবু বহুদূর, বুকে হেঁটে শতপথ
ধায় ভালোদানো, চন্দনবনে তাই শিহরণ
জরায়ুর পিচ্ছিল পথ-রথবাহী তাই - বোধিপাঠমঠ,
ভ্রুণের চিহ্ন মেপে মেপে বাঁশীঅলা খুঁজে ফেরে পিতলের এক হ্যামলিন
চোখের ভিতরে চোখ, হননের প্রাকব্রাহ্মে বিদ্যুৎফলা।
এই লাগে ভালো, টেবিলে সুস্বাদু ফল ও ব্যালাড দেখে
উড়ে আসে নীলমাছি - শরীরের বহুকায় ত্যাজি;
এই লাগে ভালো, ঠাণ্ডা মাথায় খুন, 
গলায় বসে যায় শিরার ফলক, 
চলকে ঠিকরে ওঠে মণিকোঠাময় একপ্রেত, 
কুলুঙ্গিঘন গর্ভধান, তথা মেঘে মেঘে আঁশটে অভিলাষ, 
ফেটে ওঠে গহন তিরন্দাজ, তার নির্মোক শৃঙ্গারে রিমিঝিম
পিতৃহন্তা সে - বিরাট ও অপ্রমেয়, ক্রোনাস, বভ্রুবাহন
ঠোঁট পেতে দি' তার-ই বিষন্ন হলুদ শহরে,
লেন্সের অগোচরে।  





  

Saturday, July 12, 2014

Broken Toys

July the 12th of 2014 falls on a Saturday
A Saturday picks it up
Washes it clean
And places it in a tiny room
And sticks a rose in its ass
Meanwhile, the moon sets the forests ablaze in silver of death
Time fights a duel with space
Little naked people scamper up and down along sleek highways
inside the head.


Here,
Tigers had danced with flowers once
Their shadows still gleam on dark corridors
As the sun gets stuck in throat and burns the guts of heart
My grave shall ever be in a tiny room
Write to me
I, too, was a lover once.