মর্জিনা তুই ন্যাংটা নাচিস ক্যান?
মার্জিনে তোর হৃদহাভাতির কূল
দুষ্টগ্রহে নষ্ট ঝড়ের ধ্যান
মেশিনহ্রেষার পুষ্ট দোদুলধূল
মর্জিনা তোর ঢেউয়ের বকলমে
চোখ মেলে ছায় হদিশখ্যাপা সঙ
কাজলকালার উষ্ণ উপশমে
মাইয়ের বোঁটায় যুগবদলের ঢঙ
মর্জিনা তোর লৌহবাসর ছাই
কালনাগিণীর সাতটি তারায় ফণা
সূর্যডুবি পিওন এলো তাই
আমার সোনা রৈলো চাঁদের কণা
মর্জিনা তুই নাচরে উদোমতাল
রাতের ওপিঠ যুদ্ধে জাগে ঘোর
সপ্তডিঙার হাঁকড়ে কষি হাল
আয়রে বেটী, হৃদয় খাবো তোর।
No comments:
Post a Comment