এক অন্ধত্বে অনেকে বিরাগী
এই ভালো,
ভীতিকায় বিহ্বল যেমন দৃকপট বহুলে বহমান
পেরেকে ঝুলনে দেদোল যেমন আংরাখা
অথবা ভূষণে চর্চিত দিব্য অঙ্গরাগ
অগ্নিভ সগৌরব, বোধ করি সোনার ফসল -
তেমনই অন্ধত্ব এই আমার, অতএব
কাজল পোড়ে সহিষ্ণু গালিচা বাতায়নে
বুকের ভিতর বুক পুড়ে থাকে অসুর্যস্পর্শা নগরীর
মিনারে, অভিসারে -
তাই এই অনুরাগ
যা প্লাবনে-পতনে স্তম্ভিত, ঋজু -
অথচ কাঠামো ভঙ্গুর,
ত্বক কুঞ্চিত,
সেহেতু,
এক অন্ধত্বে অনেকে বিরাগী
অনেক অন্ধত্বে একে বিরাগী
তার চোখ ভাসে আঁধারসায়রে
তার রূপ কাঁদে তমালছায়ায়
তার ছায়া পড়ে জলে
No comments:
Post a Comment