Thursday, January 12, 2023

আপেল ও মধুসূদন

 বিবেচনা নিভে আসে মায়াঘন প্রান্তরে

ওঠো, 

জল মোছো। 


... 


দামাস্কাসের তরবারি খরসান 

অমলেট চকিতে হল মামলেট

সূর্য উঠল

বিকীর্ণ হল শতাব্দীব্যাপী অন্ধকার 


... 


অন্ধকার একটা ভুত 

নিজেই নিজের হাত খায়, পা খায় 

যেন স্বয়ম্ভূও বটে সে 

জানালার ওপারে ব্যতিব্যস্ত তরঙ্গরাজি  

ছাদের ওপারে ব্যতিব্যস্ত নক্ষত্রপুঞ্জ

আশকারা ভুলে হিম হয়, হেম হয় করোটির ভিতর 

নবকলেবরে এগিয়ে আসে এক-পা...দু-পা 


.... 


বাটিকপ্রিন্ট, ছাপ্পামারা আলো, 

নিবর্তনে ঢালো -- 

বাচ্যে বাঁচা, 

ভাষ্যখাঁচা। 

...

No comments: