Sunday, July 12, 2020

মৌসম

তবু জেগে থাকো, অন্ধকার অক্ষর
স্মরণের অতীত স্মৃতি ও রূপকথা থেকে
রাতের বাতাসে ঠাউর হবে -
এ নৌকা স্পন্দনময় নয়,
অথচ, সময় - স্পন্দনময়!
এ ভূম ত্রিপাদ-রঞ্জিত নয়
অথচ আকার – রক্তবর্ণ!
- সেখানে বিছিয়ো আসর, সামরিক হেরিটেজ
- সেখানে লিখিও পদ – যাপনীয়া মহাফেজ!

No comments: