পাহাড়ে
পাহাড়ে আলোর মালা
নদীতে
নদীতে গান
বুকের
ভিতর ঘণ্টা বাজছে
শিরদাঁড়া
টানটান
জিজীবিষাময় ছন্দ তুলে
আঁকছে
খোয়াবনামা
কখনো
গুণ্ডা কখনো বিরসা
কখনো
সত্যভামা
মশাল
জ্বালে বনস্থলী
হাওয়ায়
কাঁপে পাতা
রক্ত-ঘামের
ডায়েরী জুড়ে
পুড়ছে
যাপনভাতা
জমাট
বাঁধা আঁধারপথে
পুরাণ-কঠোর
বেশে
বজ্রমুঠোয়
কলজে ধরে
হিড়মা
এলো দেশে
শাল-মহুলের
স্বপ্ন মেখে
সিংহখেলার
শুরু
বাজুক
তবে পাগলা-মাদল
বাজাও
ডম্বরু
ছয়টি
হাজার বছর ধরে
জমলো
যত ব্যথা
এবার
তবে পাল্টা-পালা
দ্রোহরাগ-কথকতা!
No comments:
Post a Comment