Tuesday, May 30, 2017

সরহ, বাজাও বীণা


সরহ, বাজাও বীণা, নিঃশব্দে বাজো 
জীবনের অতিকায় ছায়া – আলো হয়ে, 
দয়ালু বাগান ঘিরে জোনাকির স্তব 
রাতের রক্তমাদর নক্ষত্রনিরব – সব খেলা করে –
বুঝি আতস উড়েছে ধূম কেল্লার অমাবস্যা-উঠোনে, অথবা
স্থবির নির্জনতা, আঙুলের ফাঁক থেকে ঝরে যেতে
কুয়াশায় জেগে ওঠা ইস্কুল বাসেদের মতো বহুদূর
বয়ে আনে স্তূপাকার স্মৃতি –
পোস্টকার্ড-স্ক্র্যাপবুকে মিশে আছে সেইসব
হিম অভিলাষ – যারা মানুষের পায়ে পায়ে
ফুটসোলজার হয়ে, মানুষের চেয়ে বড়ো
কিছু নয় বুঝে, ভেবে –
অক্ষর হল ক্রমে চৈতন্যের ক্ষরণে।
আমাদের ট্রাম-বাস-মিছিলেরা ততদিনে লাল-নীল ফিতে হয়ে গ্যাছে। 
তোমাদের ধূসর নদী সময়ের ফাটল বুনেছে।

No comments: