Sunday, March 12, 2017

মঞ্চে কুটিল হাসে

মঞ্চে কুটিল হাসে শোষক ইতিহাস
আলেয়ায় হাত আর পা তার বাঁধা
অনমনে গান গায় চামার রবিদাস
যমুনায় ভেসে গেল একাকিনী রাধা


মঞ্চে হাপুস কাঁদে ভুখমার ক্রম 
 কেউ কেউ খাবে বলে অনেকের খিদে 
পুঁজির ফাটলে জমে হৃতকায় শ্রম 
নিষাদ-শায়ক তার বুকে গেছে বিঁধে


মঞ্চে তুমুল নাচে হিংসার ধারা 
সূর্য্য অস্তে চলে নদী হয় লাল 
মঞ্চ ভাঙবে বলে আগুয়ান যারা 
জ্বলুক তাদেরই হাতে বাঁচার মশাল

No comments: