যেদিকে তাকাও, ফুটেজ খাবার ধান্দা
যেদিকে তাকাও, মলিন ঝুলবারান্দা
যেদিকে তাকাও, জাগার ভানে ঘুম
যেদিকে তাকাও, দুখিন বাঙলাভূম।
যেদিকে তাকাও, মেরুণ মরারুণ
যেদিকে তাকাও, ঘুমচুপসারে খুন
যেদিকে তাকাও, ধর্মজিরাফষাঁড়
যেদিকে তাকাও, হাসিমুখ গদ্দার
যেদিকে তাকাও, উঠছে সবাই জাতে
মারছে কিছু, মরছে অনেক - ভাতে;
যেদিকে তাকাও, দাউ দাউ বিষ ক্ষেতে
খুদকুশী এক মজার খ্যালা, উঠ লো সবে মেতে
খেলতে খেলতে সমস্ত পথ রক্তে লালোলাল
রক্তে জাগো, রক্তে হাগো, রক্তে বালিখাল
বসুন্ধরার স্তনের বোঁটায় বিষের লাখো ধারা
পরম বলতে দুইটি ওজর - মরা এবং মারা
যেদিকে তাকাও, হুহুফাটফাট মাটি
যেদিকে তাকাও, মেধামেধ পরিপাটি
যেদিকে তাকাও, ফুলঝরা মরশুম
ঠাণ্ডানিথর চোখ পেতেছে ক্লান্ত বাঙলাভূম।
1 comment:
kYano jaani na, khoob Sukanta-kay mon-ey poRlo. It's not very Sukanta-ish, still.
Post a Comment