Wednesday, June 4, 2014

জবা



ঝড় এসে কুপিয়ে কুপিয়ে ভালোবেসে গ্যালো তাকে
হায় জবা,
হায় সুর্যাস্ত।
সনাতন মিস্ত্রীর পাঁচিল টপকে
সুর্য্য চলে চন্দ্র অন্বেষণে
হে মেঘ, হে আদিম বাড়ি
স্নিগ্ধমতী রাঙা চরণ-দুটি
ভালুক আসছে ভীষণ ভালুক আসছে
ভালোবাসছে ভীষণ ভালোবাসছে


হায়রে জবা, মায়ের রাঙা চরণদুটি নাই
রক্ত খাবি বলে এবার ব্রীজের উপর পা ছড়িয়ে দাঁড়া!






No comments: