ঝড় এসে কুপিয়ে কুপিয়ে ভালোবেসে গ্যালো তাকে
হায় জবা,
হায় সুর্যাস্ত।
সনাতন মিস্ত্রীর পাঁচিল টপকে
সুর্য্য চলে চন্দ্র অন্বেষণে
হে মেঘ, হে আদিম বাড়ি
স্নিগ্ধমতী রাঙা চরণ-দুটি
ভালুক আসছে ভীষণ ভালুক আসছে
ভালোবাসছে ভীষণ ভালোবাসছে
হায়রে জবা, মায়ের রাঙা চরণদুটি নাই
রক্ত খাবি বলে এবার ব্রীজের উপর পা ছড়িয়ে দাঁড়া!
No comments:
Post a Comment